কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকায় এনফোর্সমেন্ট ইন্সপেক্টর ভব কলিতাকে গ্রেফতার করল কাছাড় পুলিশ
বরাক উপত্যকার ভেতর দিয়ে অবৈধ কয়লা পাচারের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে কাছাড় পুলিশ । চোরাচালানীরা অবৈধভাবে কয়লা বোঝাই ট্রাক নিয়ে আসামে প্রবেশের জন্য কাছাড় জেলার গুমড়াকে নিরাপদ প্রবেশপথ হিসেবে ব্যবহার করে আসছে অনেক দিন ধরে। প্রতি ট্রাকের জন্য একটা হার নির্ধারণ করা হয় এবং পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় ট্রাক চালকরা বেরিয়ে যায়, এমনটাই অভিযোগ।
কাছাড় জেলার পুলিশ সুপার রমনদীপ কৌর প্রাথমিক প্রমাণের ভিত্তিতে কয়লা মাফিয়াদের ধরতে একটি অভিযান শুরু করেন। প্রথমেই গুমড়া এবং কাটিগড়া পুলিশে রদবদল করা হয় ; ইনচার্জ বদলী করে নতুন অফিসার নিয়োগ করা হয়। সেই সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার পার্থ প্রতিম দাসকেও বদলি করা হয়েছে “জনস্বার্থে।”
তারপরেই ব্রেকিং নিউজ এসেছে যে, কাছাড় পুলিশ এই কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে পরিবহণ দফতরের এনফোর্সমেন্ট ইন্সপেক্টর ভব কলিতাকে গ্রেফতার করেছে। তিনি দিগারখাল চেক গেটের দায়িত্বে ছিলেন।
প্রাপ্ত তথ্য অনুসারে, কলিতাকে ১৮ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তদন্তকারী কর্মকর্তারা তাকে ২৪ ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন এবং তদন্তের ভিত্তিতে তাকে গ্রেফতার করেন। কাছাড় জেলার এসপি রমনদীপ কৌর বারাক বুলেটিনকে ভব কলিতার গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন।
তাহির আহমেদ নামে আরেক অভিযুক্ত কয়লা মাফিয়াকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
যদি সূত্রের খবর বিশ্বাস করা হয়, তাহলে কয়লা চোরাচালানের বিরুদ্ধে অভিযান আগামীতে আরও জোরদার হবে। আসামের মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্ব শর্মা তার দুর্গা পূজা সফরের সময় এসপি রমনদীপ কৌরের সঙ্গে সাক্ষাতের পরেই এমনটা ঘটছে।
Comments are closed.