অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ হাইলাকান্দিতে : উত্তেজনা
অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে আজ তীব্র উত্তেজনা ছড়ায় হাইলাকান্দির সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালে। ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক ক্ষন ধরে হাসপাতাল সুপারকে ঘেরাও করে রাখেন উত্তেজিত জনতা । পরে ম্যজস্ট্রেটের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Young Najmul Hussain who lost his life cause of negligence
ঘটনার সুত্রপাত ৭ বছরের শিশু নজমুল হুসেন তালুকদারকে কেন্দ্র করে । এদিন সকালবেলা হাইলাকান্দির চন্ডিপুর গ্রান্টের নিজাম উদ্দিনের পুত্র নজমুল হুসেন তালুকদারকে জ্বরাক্রান্ত অবস্থায় হাইলাকান্দির এস কে রায় অসামরিক চিকিৎসা কেন্দ্রে আনা হয়েছল। কিন্তু এখানে অসুস্থ শিশুটির কোন চিকিৎসাই করা হয়নি বলে অভিযোগ। এখানে আনার পর চিকিৎসক শিশুটিকে দেখে অক্সিজেন লাগাতে বলেছিলেন । তারপর শিশুটিকে বেডে এনে রাখা হয়। কিন্তু ডাক্তারের নির্দেশ সত্বেও অসুস্থ শিশুটিকে অক্সিজেন দেওয়া হয়নি বলে অভিযোগ। শুধু তাই নয়, শিশুটিকে অক্সিজেন লাগানোর জন্য তার পরিজনরা অনুরোধ জানালে কর্তব্যরত নার্সরা তাদের সঙ্গে দুর্ব্যাবহার করেন বলে জানা গেছে। এভাবেই অক্সিজেনের অভাবে শিশুটির মৃত্যু ঘটে বলে শিশুটির আত্মীয় স্বজনরা মনে করেছেন। ঘটনার জেরে উত্তেজিত মানুষ হাসপাতালের সুপার সুদীপ চক্রবর্তীকে ঘেরাও করে প্রতিবাদ জানাতে থাকেন। তাদের অভিযোগ অক্সিজেনের অভাবে রোগীর অকাল মৃত্যু ঘটেছে ।
উত্তেজনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান ম্যাজিস্ট্রেট ত্রিদিব রায়। তিনি উত্তেজিত জনতার সঙ্গে কথা বলে তাদেরকে শান্ত করেন। ম্যাজিস্ট্রেট রায় হাসপাতাল সুপার সুদীপ চক্রবর্তীকে নির্দেশ দেন এব্যাপারে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করতে। হাসপাতাল সুপার ঘটনার তদন্ত আরম্ভ করেছেন বলে জানা গেছে।
Comments are closed.