Also read in

নাইটিঙ্গেল কাণ্ড : মঙ্গলবার প্রতিবাদ দিবস পালন করবে শিলচরের সমস্ত বেসরকারি নার্সিংহোম, বন্ধ থাকবে বহির্বিভাগ

গত ৪ নভেম্বর শিলচরের নাইটিঙ্গেল নার্সিংহোমে আট মাসের গর্ভবতী মহিলার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। সুমিত্রা পাল নামক সেই মহিলার মৃত্যুতে অল আসাম নন গভর্নমেন্ট হেলথ এস্টাবলিশমেন্ট এসোসিয়েশন (আঙ্গিয়া) মর্মাহত। ‌

‘এসোসিয়েশনের বরাক ভ্যালী শাখার পক্ষ থেকে মৃতের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। তবে সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে নার্সিংহোমে ভাঙচুর চালানো হল, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত নার্সিংহোমের কর্মীদের হেনস্তা করা হল, এমনকি মহিলা নার্সদের টানাহেঁচড়া করা হল, সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। যদি চিকিৎসক অরুন পাল চৌধুরীর গাফিলতিতে মহিলার মৃত্যু হয়ে থাকে তাহলে আইনী ব্যবস্থায় এর বিচার হবে। তবে সেদিনের ঘটনাকে কেন্দ্র করে যারা নার্সিংহোমে ভাঙচুর চালিয়েছে, তাদেরও তো বিচার হওয়া চাই।’ এই দাবি জানিয়েই মঙ্গলবার প্রতিবাদী দিবস পালন করছে শিলচরের সমস্ত বেসরকারি নার্সিং হোম। ‌ এর ফলে মঙ্গলবার শিলচরের সব বেসরকারি নার্সিংহোমে বহির্বিভাগ বন্ধ থাকবে। শুধু জরুরিকালীন পরিষেবা খোলা থাকবে। সোমবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন ডেকে এমনটা জানিয়ে দিলেন আঙ্গিয়া ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আই এম এ) কর্মকর্তারা।
আঙ্গিয়ার বরাক ভ্যালী চ্যাপ্টারের সভাপতি নীলাভ মজুমদার বলেন, ‘গত ৪ নভেম্বর নাইটিঙ্গেল নার্সিংহোমে একজন গর্ভবতী মহিলার মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। এই ক্ষতি পূরণ হবার নয়। ‌ মৃত মহিলার পরিবারের প্রতি সংস্থার পক্ষ থেকে আমি সমবেদনা জানাই। তবে সেদিন সেই ঘটনাকে কেন্দ্র করে যারা হাসপাতালে ভাঙচুর চালালো সেটা মেনে নেওয়া যায় না। যারা এমন কাণ্ড ঘটিয়েছে তারা কিন্তু মৃতের আত্মীয় ছিলেন না। একদল দুষ্কৃতী সেদিন ভাঙচুর চালিয়েছিল। মহিলা নার্সদের টানা হেঁচড়া করেছিল। আঙ্গিয়া ও আই এম এ সেই ভাঙচুরের ঘটনার তীব্র ধিক্কার জানায়। আমরা সেইসব দুষ্কৃতীর কড়া শাস্তির দাবি জানাচ্ছি।’
আই এম এর সচিব রণবীর পাল বলেন, ‘মানুষ মাত্রেই ভুল হতে পারে। তবে যেহেতু বিষয়টি বিচারাধীন তাই এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। যদি চিকিৎসকের গাফিলতি প্রমাণ হয় তাহলে আইনি প্রক্রিয়ায় তার বিচার হবে। ‌ এ নিয়ে তদন্ত চলছে। ‌ পোস্টমর্টেম হয়েছে। ‌ তাই বিষয়টা আইনের আওতায় রয়েছে।’ রণবীর পাল আরো বলেন, ‘দেখুন, একটা নার্সিংহোম অথবা হাসপাতাল গড়ে তুলতে অনেকদিন লাগে। তাই একটা ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুর চালানো, নার্সিংহোমের কর্মীদের মারধর করা উচিত নয়। ‌ এটা মেনে নেওয়া যায় না। ‌ তাই এর প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার আমরা প্রতিবাদী দিবস হিসাবে পালন করব। মঙ্গলবার সমস্ত নার্সিংহোম এর ওপিডি পরিষেবা বন্ধ থাকবে। ‌ শুধু ইমার্জেন্সি সার্ভিস চালু থাকবে। আশা করি সেদিন যারা ভাঙচুর চালিয়ে ছিল তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে জেলা প্রশাসন। আমরা নার্সিংহোমের ক্ষতিপূরণ দাবি করছি।’
আঙ্গিয়ার সদস্য তথা গ্রীন হিলস নার্সিং হোমের কর্ণধার রুদ্র নারায়ণ গুপ্ত বলেন, ‘একজন চিকিৎসক হিসেবে অরুন পাল চৌধুরীর বিরাট খ্যাতি রয়েছে। তার হাত দিয়ে অনেক সফল অস্ত্রোপচার হয়েছে। সমাজে তার প্রচুর অবদান রয়েছে। তাই এমন একজনকে যেভাবে অপমান করা হয়েছে তা ঠিক নয়। যদি তিনি দোষী হয়ে থাকেন তাহলে আইনি প্রক্রিয়ায় তার বিচার হবে। কেউ দোষী হলে অবশ্যই শাস্তি পাবে। তবে সেদিনের ঘটনাকে কেন্দ্র করে যা কিছু ঘটে গেলো তা মেনে নেওয়া যায় না। দুপুর থেকে বিকেল পর্যন্ত উত্তেজনা ছিল। সেই ঘটনার পর থেকেই স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত চিকিৎসকদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা তা কথা বলা হচ্ছে। এটা খুবই দুঃখজনক।’
তিনি আরো বলেন, ‘সবাইকে মনে রাখতে হবে, নার্সিংহোম বলুন অথবা হাসপাতাল সব সময় কিন্তু সবকিছু থাকেনা। ‌ তা সত্ত্বেও নার্সিংহোমের চিকিৎসকরা এবং অন্যান্যরা নিজেদের সবটুকু দিয়ে রোগীদের সেবা করার চেষ্টা করে থাকেন। এমন ঘটনা আমাদের স্বাস্থ্যপরিসেবা কে অনেকটা পিছিয়ে নিয়ে যাচ্ছে। যারা এমন কাণ্ড ঘটিয়েছে তাদের শাস্তি দিতে হবে। সেদিন কিন্তু নার্সিংহোমে থাকা অন্যান্য রোগীদের আত্মীয়-স্বজনদের ও হেনস্থা করা হয়েছিল। তাই যারা ভাঙচুর চালিয়েছে তাদের কড়া শাস্তি দিতে হবে।’ সংস্থার আরো এক সদস্য সুমন্ত চক্রবর্তী বলেন, ‘সমাজের কিছু সংখ্যক লোক এভাবে নার্সিংহোমে ভাঙচুর চালিয়ে থাকে। তাই সময় এসে গেছে এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার।’ রোটারী ক্লাবের সদস্য গৌতম পাল বলেন, ‘ন্যাক্কারজনক ঘটনা। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের সবসময়ই সফট টার্গেট করা হয়। ‌ এ নিয়ে ভাবার সময় এসে গেছে।’ তিনি জানান ন্যায়বিচার পাওয়ার জন্য রোটারি ক্লাব আঙ্গিয়া ও আই এম এ কে সব ধরনের সহযোগিতা করবে।

Comments are closed.

error: Content is protected !!