Also read in

ছট পূজা সেরে ফেরার পথে পাথারকান্দিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু দশ জনের

আজ সকালে করিমগঞ্জ জেলার পাথারকান্দি এলাকার বৈঠাখালে এক ভয়ঙ্কর পথদুর্ঘটনা সংঘটিত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। আরো একজনকে আশঙ্কাজনক অবস্থায় কলিকলিঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, লঙ্গাই বাগানের একজন পঞ্চায়েতের পরিবারের সদস্যরা ছট পূজায় গিয়েছিলেন। সেখান থেকে বড় ডিজেল অটো নং AS10A-C5782 (যাকে এতদঞ্চলে বিক্রম বলা হয়ে থাকে)তে সওয়ার হয়ে ফেরার পথে একটি ১২ চাকার লরি অটোটিকে পিষে ফেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সকাল সাতটা নাগাদ।

গাড়ির চালক গাড়ি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পাথারকান্দি থানার সেকন্ড ওসি বুলবুল শইকীয়া এই দুর্ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন যে,”লরিটি ঘটনাস্থলের কাছে রেখেই চালক পালিয়ে গেছে। পলাতক ট্রাকচালককে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।”

এই মর্মান্তিক দুর্ঘটনার পরে পরেই স্থানীয় জনতা ঘটনাস্থলে ছুটে যান, কিন্তু তাদের বেশি কিছু করার ছিল না।মৃতদেহগুলি রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে।

এই ঘটনায় যাদের মৃত্যু ঘটেছে তারা হলেন,
১) দুজা বাই পানিকা
২) সালু বাই পানিকা
৩) গৌরব দাস পানিকা
৪) শম্ভু দাস পানিকা
৫) লালন গোস্বামী
৬) পূজা গৌড়
৭) দেব গৌড়
৮) সানু রি
৯) মাঙ্গলি কর্মকার
১০) তুপু কর্মকার

এই দুঃখজনক ঘটনায় সমস্ত এলাকা জুড়ে উৎসবের আনন্দ হারিয়ে গিয়ে এক বিষাদ ময় পরিবেশের সৃষ্টি হয়েছে।

Comments are closed.

error: Content is protected !!