১৫ বছরের 'স্পেশাল চাইল্ড'কে ধর্ষণ, কাছাড় পুলিশ গ্রেফতার করেছে প্রাথমিক অভিযুক্তকে
১৫ বছর বয়সী এক ‘স্পেশাল চাইল্ড’র বাবা-মা কাজের সন্ধানে তাকে বাড়িতে একা রেখে গত ১৯ নভেম্বর কাজে যান। কিন্তু কাজ থেকে ফিরে তারা যা দেখতে পান তাতে পুরো ভেঙ্গে পড়েন এই দুই অভিভাবক। লক্ষ্মীপুর বিধানসভা চক্রে অবস্থিত লেদিয়া চা বাগানের এই দুই দিন মজুর বাড়ি ফিরে একেবারে হতবাক হয়ে যান, যন্ত্রণায় কুঁকড়ে ওঠেন যখন তারা দেখেন যে তাদের মেয়ে অব্যক্ত যন্ত্রণায় ছটফট করছে। বাড়িতে উপস্থিত তার ঠাকুরমা যন্ত্রণায় কাতর ১৫ বছর বয়সী মেয়েটিকে শান্ত করার চেষ্টা করছিলেন।
এক প্রতিবেশী তাদের নাবালক বিশেষ শিশুকে ধর্ষণ এবং লাঞ্ছিত করেছে বলে পরিবারের পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয়। এফ আই আর’র ভিত্তিতে জয়পুর থানা তাদের তদন্ত শুরু করে। এদিকে সেই নাবালিকাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
অন্যদিকে তদন্তকারী কর্মকর্তারা প্রাথমিক অভিযুক্তকে শনাক্ত করেছেন যিনি একই এলাকায় বসবাস করেন। স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুলিশ তাকে আটক করে। তদন্তকারী কর্মকর্তারা জানান যে সেই নাবালিকা মেয়েটি যখন তার বাড়ির উঠোনে খেলা করছিল তখন অভিযুক্ত সেই ব্যক্তি তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর তাকে যন্ত্রণার মধ্যে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এফআইআর দায়ের করার পর পুলিশ তাদের তল্লাশি অভিযান শুরু করে। বেশ কয়েকটি অভিযান চালানোর পর পলাতক অভিযুক্তকে সেই একই চা বাগান থেকে গ্রেফতার করেছে। কাছাড় পুলিশ তাকে বিচারকের সামনে হাজির করে। এরপর তাকে কাস্টডিতে প্রেরণ করা হয়েছে।
Comments are closed.