৫ ডিসেম্বর থেকে শিলচরে অসম প্রিমিয়ার ক্লাব কাপ, চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি দেবে শিলচর ডি এস এ
আগামী ৫ ডিসেম্বর থেকে শিলচরে শুরু হচ্ছে অসম প্রিমিয়ার ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ। অসম ক্রিকেট সংস্থার গাইডলাইন মেনে এর আয়োজন করতে যাচ্ছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। আজ এক সাংবাদিক সম্মেলন ডেকে এমনটাই জানিয়ে দিলেন সংস্থার শীর্ষ কর্মকর্তারা। এনিয়ে তৃতীয়বার অনুষ্ঠিত হচ্ছে অসম প্রিমিয়ার ক্লাব কাপ। প্রথম রাউন্ড অর্থাৎ জেলা স্তরে চ্যাম্পিয়ন দল পাবে এক লক্ষ টাকা। সেই সঙ্গে মিলবে জোনাল পর্বে খেলার ছাড়পত্র ও। তবে জেলাস্তরে রানার আপ দলের জন্য কোনো আর্থিক পুরস্কার থাকছে না। তবে এই প্রথমবার শিলচর ডি এস এর পক্ষ থেকে জেলার চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি দেওয়া হবে। সেইসঙ্গে প্রত্যেক ম্যাচের সেরা খেলোয়ার কেও পুরস্কৃত করা হবে।
সংস্থার সভাপতি বাবুল হোড় জানান, এ নিয়ে তৃতীয় বার প্রিমিয়ার ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ এর আয়োজন করেছে এ সি এ। তাদের গাইডলাইন মেনে এখানে চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড আয়োজন করবে ডিএস এ। সচিব বিজেন্দ্র প্রসাদ সিং বলেন, ‘এ সি এর দেওয়া গাইডলাইন অনুসারে গত ২২ নভেম্বর ছিল রেজিস্ট্রেশন এর শেষ দিন। সে অনুসারে আমাদের এখানে মোট আটটি দল নাম লিখিয়েছে। এসি এর নির্দেশ অনুসারে প্রতিটি জেলায় অন্তত আটটি দলকে নিয়ে প্রথম রাউন্ড আয়োজন করতে হবে।’ সচিব আরও জানান, আম্পায়ারিং নিয়ে এ সি এর কোনও স্পষ্ট গাইডলাইন নাই। তবুও তারা চেষ্টা করবেন যাতে করে ক্লাস টু আম্পায়ার দিয়ে প্রথম রাউন্ড আয়োজন করা যায়। সেইসঙ্গে সচিব আরো জানান, গত বছরের তুলনায় এবার তারা প্রিমিয়ার ক্লাব কাপে আম্পায়ারদের ফি ন্যূনতম ১৫ ও সর্বোচ্চ ২৫ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন।
ক্রিকেট সচিব নিরঞ্জন দাস বলেন, ‘এ সি এর স্পষ্ট গাইডলাইন রয়েছে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যেক জেলার প্রথম রাউন্ড শেষ হতে হবে। প্রতিটি দল সর্বাধিক ২১ জনকে রেজিস্ট্রেশন করাতে পারবে। স্কোয়াডে রাখতে হবে পাঁচজন অনূর্ধ্ব ১৯ খেলোয়ার। তা থেকে তিনজনকে একাদশে রাখতে হবে। খেলা হবে লাল বলে ওয়ানডে ফরমেটে। প্রতিটি ম্যাচ হবে ৪০ ওভারের।’
সংস্থার কোষাধক্ষ্য অনিমেষ সেনগুপ্ত জানান, প্রথম রাউন্ড আয়োজন করার জন্য এসি এর পক্ষ থেকে প্রত্যেক জেলাকে দেড় লক্ষ টাকা দেওয়া হয়েছে। তিনি আরো জানান, এই বাজেটের মধ্যেই শিলচর ডি এস এর পক্ষ থেকে প্রতিটি দলকে ম্যাচ বল দেওয়া হবে। এমনটা কিন্তু এ সি এর গাইডলাইনে উল্লেখ নেই। তবে ক্লাবগুলোর উপর থেকে চাপ কমাতে এমনটা করছে ডি এস এ। এরজন্য ২৬ হাজার টাকা গুনতে হবে সংস্থাকে।
এক প্রশ্নের উত্তরে ক্রিকেট সচিব নিরঞ্জন দাস জানান, লিগ কাম নকআউট ফরমেটে খেলা হবে। কোন ম্যাচ টাই হলে টসের মাধ্যমে ফয়সালা করা হবে। এবার ক্লাব কাপে অংশ নিচ্ছে ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব, উত্তরপাড়া ক্লাব, পপুলার ক্লাব, যোগাযোগ সংঘ, ইউনাইটেড ক্লাব, তারাপুর এসি এবং সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। সচিব জানান, প্রাথমিক সূচি অনুসারে আগামী ১২ ডিসেম্বর থেকে ক্লাব কাপ আয়োজনের কথা ছিল। সূচি ও প্রকাশ করা হয়েছিল। তবে আগামী ১২ ডিসেম্বর অনূর্ধ্ব ১৬ আন্তঃজেলা টুর্নামেন্টের জন্য বেশকিছু খেলোয়ার গুয়াহাটিতে চলে যাবে। সেজন্যই ক্লাব কাপ এর আসর এগিয়ে আনা হয়েছে।
Comments are closed.