Also read in

বিধায়ক আনোয়ারের বিরোধিতা সত্বেও জেপিসির কাছে মতামত তুলে ধরবে হাইলাকান্দির একশোটি সংগঠন

বিধায়ক আনোয়ার হোসেন লস্করের বিরোধিতা সত্বেও যৌথ সংসদীয় কমিটির সামনে মতামত তুলে ধরবে হাইলাকান্দি জেলার প্রায় একশোটি সংস্থা ও সংগঠন। হিন্দু বাঙ্গালীদের নাগরিকত্ব নিয়ে বিভিন্ন দল,সংগঠনের মতামত নিতে আগামী আট ও নয় মে শিলচরে আসছেন রাজেন্দ্র আগরওয়াল নেতৃত্বাধীন যৌথ সংসদীয় কমিটি।

আর এই কমিটির সফর এবং বরাক উপত্যকার অভিমত শোনার কার্যসুচির বিরোধিতায় মুখর হলেন হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর।। বিধায়ক লস্কর, জেপিসির মতামত সংগ্রহের তীব্র বিরোধিতা করে বলেন, ১৯৭১ সালের চব্বিশ মার্চের পর যে সব মুসলমান কিংবা হিন্দু ভারতে এসেছেন তাদেরকে নিয়ে মতামত সংগ্রহের কোন প্রশ্নই উঠে না। তিনি নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে বলেন, দেশের নাগরিকত্ব নিয়ে কোন ধরনের সমঝোতা চলবে না। প্রয়োজনে তাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া যেতে পারে, নাগরিকত্ব দেওয়া চলবে না।

এদিকে জেপিসির সামনে মতামত তুলে ধরতে হাইলাকান্দি জেলার একশোটি সংগঠন জেলা প্রশাসনের কাছে নাম নথিভুক্ত করেছে।। তাছাড়া,জেলার প্রবীন নাগরিকরাও যৌথ সংসদীয় কমিটির সামনে নিজেদের মতামত তুলে ধরতে নাম নথিভুক্ত করেছেন।। তন্মধ্যে রয়েছেন সমাজসেবী মানস কান্তি দাস, অশোক দত্তগুপ্ত, বিজয় কুমার ধর, সুদীপ পাল, নারায়ন দেবনাথ, । তাছাড়া যে সব সংগঠন নিজেদের মতামত তুলে ধরবে সেগুলো হল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, হিন্দু জাগরন মঞ্চ সহ এই মঞ্চের ৮৪ টি ভাতৃপ্রতিম সংগঠন, কংগ্রেস, বিজেপি, এজিপি, এ আই ইউ ডি এফ, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, আসু, প্রভৃতি। তাছাড়া বিধায়ক ও সাংসদ রাও নাম নথিভুক্ত করেছেন বলে জেলা প্রশাসন সুত্রে জানা গেছে।

Comments are closed.

error: Content is protected !!