শিলচরে ভয়াবহ অগ্নিকাণ্ড; শরৎপল্লীতে দুটি বাড়ি ভস্মীভূত, সরু রাস্তা দিয়ে ঢুকতে পারেনি ফায়ার ব্রিগেড
শিলচরের শরৎপল্লী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা ৭টা নাগাদ শরৎপল্লীর উত্তরাঞ্চল পাড়ার স্থানীয়রা একটি বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা বড় হতে থাকে এবং ধ্বংসযজ্ঞও ঘটে।
প্রাপ্ত তথ্যঅনুযায়ী, দুটি বাড়িতে চারটি পরিবার বসবাস করছিল এবং দুটিই পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের মতে, মনোতোষ পলের রান্নাঘরে তার মেয়ে রাতের খাবার রান্না করতে গেলে আগুন লাগে। তার মতে, সে তার চুলার নব চালু করার সাথে সাথেই সিলিন্ডারে আগুন ধরে যায়।
দুলাল পাল, রতন পাল ও রঞ্জিত দাস নিজ নিজ পরিবারের সদস্যদের নিয়ে ওই বাড়িতে থাকতেন। দুলাল পাল আগুন নেভানোর চেষ্টা করলেও গুরুতর আহত হন। আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা দমকলে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গেলেও শরৎপল্লীর উত্তরাঞ্চল পাড়ার সরু গলি দিয়ে ঢুকতে পারেনি।
দুটি ছোট ইঞ্জিন অনুসরণ করে এবং শুধুমাত্র একটি আগুনের উৎসে পৌঁছাতে পারে। এক ঘণ্টার চেষ্টায় রাত ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়, কারণ দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। সরু রাস্তার বিষয়টি তুলে ধরে এলাকাবাসী দাবি তোলেন, ভবিষ্যতেও এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে; তাই দ্রুত সড়কটি প্রশস্ত করতে হবে।
Comments are closed.