সুপার ডিভিশনে জিতেই চলেছে ইটখোলা, টানা দ্বিতীয় ম্যাচ হারলো ইন্ডিয়া ক্লাব
শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেটে জিতেই চলেছে ইটখোলা এসি। রবিবার টুর্ণামেন্টে টানা চতুর্থ ম্যাচ জিতল তারা। এসএম দেব স্টেডিয়ামে ইটখোলা ৫ উইকেটে হারিয়ে দেয় ইন্ডিয়া ক্লাব কে। এই জয়ের ফলে প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করল তারা।
সকালে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইন্ডিয়া ক্লাবের অধিনায়ক রেহান জমিল মজুমদার। একটা সময় ভালো অবস্থানে ছিল তারা। ২৮ ওভার এর শেষে তিন উইকেটে ১২৪ রানে ছিল ইন্ডিয়া ক্লাব। কিন্তু সেখান থেকে খেই হারিয়ে ফেলে তারা। ৩৯.৪ ওভারে ১৭৪ রানে অলআউট হয়। চাপ নিতে ব্যর্থ হয় লোয়ার মিডল অর্ডার। অথচ দারুন একটা প্লাটফর্ম গড়ে দিয়েছিলেন প্রদীপ সরকার (৪৬), প্রশান্ত কুমার (৩৮) ও অধিনায়ক রেহান (২৩)। আসলে ইকরামুল আলীর দুরন্ত বোলিংয়েই ভেঙ্গে পড়ে ইন্ডিয়া ক্লাবের ব্যাটিং লাইনআপ। ৫ উইকেট শিকার করেন ইকরামুল। এছাড়া দুটি করে উইকেট নেন মান্তু দাস ও সুদর্শন সিনহা।
জবাবে ৫ উইকেট হারিয়ে ৩৩.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইটখোলা। রান তাড়া করতে নেমে দলের শুরুটা দারুণ করে দেন দুই ওপেনার শুভজিত পাল ও অমন কুমার। ওপেনিং জুটিতে ওঠে ৪৯। শুভজিৎ করেন ২৬। অমন আউট হন ৩৩ রানে। ভালো ব্যাটিং করেন সুনজো ব্রহ্মও। তিনি খেলেন ৫৫ রানের অর্ধশতরানের ইনিংস। ব্যাট হাতেও উল্লেখযোগ্য অবদান রাখেন ইকরামুল আলী (৩০)। সাদেক ইমরান অপরাজিত থাকেন ১১ রানে।
এখন পর্যন্ত সুপার ডিভিশনে যতটুকু খেলা হয়েছে তাতে ইটখোলার সঙ্গে বাকি দলগুলোর বিরাট পার্থক্য রয়েছে বলে মনে হয়েছে। দারুন এক অলরাউন্ড টিম মনে হচ্ছে ইটখোলা। তবে এটাও সত্যি, এখন পর্যন্ত তাদের সেভাবে চাপের মুখে পড়তে হয়নি। কোনো দলই সেরকম ক্রিকেট খেলতে পারেনি। এজন্যই এতটা ফারাক মনে হচ্ছে। তবে অনিশ্চয়তার খেলা ক্রিকেটে একটা ম্যাচই কিন্তু সবকিছু বদলে দিতে পারে।
Comments are closed.