Also read in

কোভিড: সাংবাদিক সঞ্জীব ব্যানার্জির অকাল প্রয়াণে শোকাচ্ছন্ন সাংবাদিক মহল

সাংবাদিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু বরাক উপত্যকার পুরো মিডিয়া সার্কেলকে হতবাক করেছে। মাত্র ৪৭ বছর বয়সী নিউজ টাইমসের শিলচর ব্যুরো সংবাদদাতা বিগত ৩১শে জানুয়ারী রাত ১১-৩০ মিনিটে কোভিড এবং অন্যান্য অসুস্থতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ডায়াবেটিস এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছিলেন ; শেষমেশ কোভিড তার জীবন কেড়ে নিল । তিনি স্ত্রী, কন্যা, পিতা-মাতাসহ পরিবারের অন্যান্য সদস্যদের রেখে গেছেন।

মৃত ব্যনার্জি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোভিড পজিটিভ হওয়ার পর ৩০ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কোভিড এবং টাইপ-টু ডায়াবেটিসের পাশাপাশি তিনি অ্যাকিউট রেসপিরেটরি ডিজিজ সিন্ড্রোম এবং রিউমেটিক হার্ট ডিজিজেও ভুগছিলেন।

তথ্য ও জনসংযোগ দপ্তর, কাছাড় অধিদপ্তর তাদের শোক প্রকাশ করে বলেছে, “সাংবাদিক সঞ্জীব ব্যানার্জির অকাল মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। আমরা মৃতের আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি”।

ব্যানার্জি শিলচরের মেহেরপুর এলাকার বাসিন্দা। তিনি ডিফুতে তার শিক্ষা শেষ করেন। শিলচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জীব ব্যানার্জির পরিবারের সদস্যদের প্রতি তার সমবেদনা জানিয়েছেন। তার সঙ্গে যোগ দেন শিলচর প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও।

Comments are closed.