শুনানিতে নিজেদের অবস্থানে অনড় রইল শিলচর, দু-একদিনের মধ্যেই রিপোর্ট জানাবে এ সি এ
জে কে বরুয়া আন্তঃজেলা ক্রিকেটের গোলাঘাট কাণ্ডের শুনানি সম্পন্ন হল। বুধবার বিকেলে গুয়াহাটির বর্সাপারা ক্রিকেট স্টেডিয়ামে এই শুনানির ডাক দিয়েছিল অসম ক্রিকেট সংস্থা (এ সি এ)। এতে সব পক্ষের বয়ান নথিভুক্ত করা হয়।
এদিন এ সি এর এপেক্স কাউন্সিল অভিযোগ দায়ের করা শিলচর দলের সমস্ত বক্তব্য শুনে। শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল রেল ও যোরহাটের অধিনায়ক, কোচ এবং ম্যানেজারকে। ডাকা হয়েছিল বিতর্কিত সেই ম্যাচের দুই আম্পায়ার এবং ম্যাচ অবজারভারকেও। শুনানিতে উপস্থিত ছিলেন শিলচর অনূর্ধ্ব ১৯ দলের কোচ তথাগত দেব রায়, ম্যানেজার বিপ্লব শর্মা পুরকায়স্থ এবং অধিনায়ক শুভজিত পাল। শুনানিতে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজেন্দ্র প্রসাদ সিং ও।
গোলাঘাটে জে কে বরুয়া আন্তঃজেলা ক্রিকেটের ফাইনালে শিলচর কে আটকাতেই জেনেশুনে বাজে প্রদর্শন করেছিল রেল দল। যোরহাট কে ফাইনালে তুলতে সব ধরনের সহযোগিতা করেছিল রেল দল। আর পুরো ঘটনায় সাহায্য করেছিলেন দুই আম্পায়ার। ম্যাচের শেষ দিন একবার বেল তুলে নেবার পর ফের খেলা শুরু করেছিলেন দুই আম্পায়ার। এমন সব অভিযোগে তুলে অসম ক্রিকেট সংস্থা এর চিঠি দিয়েছিল শিলচর ডি এস এ। এরই পরিপ্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করার সিদ্ধান্ত নেয় এ সি এ। তদন্ত কমিটি গঠন করে শুনানির ডাক দেয় তারা।
সূত্র অনুসারে জানা গেছে, এপেক্স কাউন্সিলের এই শুনানিতে উপস্থিত ছিলেন ক্রিকেট সংস্থার দুই শীর্ষকর্তা রোমেন দত্ত ও দেবজিত শইকীয়া। শুনানিতে নিজেদের অবস্থানে অনড় থাকে শিলচর দল। অভিযোগের সমর্থনে সমস্ত তথ্য প্রমাণ বেশ জোরালোভাবে পেশ করে তারা। শুনানিতে ঠিক কি হয়েছিল, এ সম্পর্কে জানতে চাইলে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজেন্দ্র কোনো মন্তব্য করতে চাননি। তার সাফ কথা, এ সি এ গোলাঘাট কাণ্ডের তদন্ত করছে। শুনানি ও সম্পন্ন হয়েছে। আগামী দু-একদিনের মধ্যে এই শুনানির রিপোর্ট পেশ হবে। তাই এ নিয়ে মুখ খোলা উচিত হবে না।
Comments are closed.