Also read in

শুরু বি পি এল সিজন ফাইভ, প্রথম দিন সহজ জয় পেল মুনলাইট-ট্রান্সফর্মার

শুরু হলো শিলচর ভেটেরান ক্রিকেটার্স ক্লাব আয়োজিত পঙ্কজ কুমার দেব স্মৃতি বরাক প্রিমিয়ার লিগ, সিজন ফাইভ। সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে উদ্বোধনী দিনের দুটি ম্যাচে জয় পেয়েছে ধোলাই মুনলাইট ক্লাব ও উধারবন্দ ট্রান্সফর্মার। এবার টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ডা: প্রিয়ঙ্কা দেব। তিনি তাঁর প্রয়াত পিতা তথা ক্রীড়াপ্রেমী পঙ্কজ দেবের স্মৃতিতে টুর্নামেন্ট স্পন্সর করছেন। আজ ছিল পঙ্কজ দেবের জন্মদিন। এই অঞ্চলের ক্রীড়াক্ষেত্রে প্রয়াত দেবের প্রচুর অবদান রয়েছে। তাই এমন একটা দিনে টুর্নামেন্ট শুরু হওয়ায় প্রিয়ঙ্কা দেব ও তাঁর মা সুস্মিতা দেবের জন্য ছিল এক বিশেষ মুহূর্ত। দুজনের হাত ধরে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

প্রতি বছরের ন্যায় এবারও বিপিএল কে ঘিরে দারুন এক হাইপ তৈরি হয়েছিল। কোন দল শক্তিশালী, কোন দলে কে কে খেলছেন, বাইরের তারকা ক্রিকেটাররা কতজন আসছেন, এতদিন এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল স্থানীয় ক্রিকেটমহলে। টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন খেলোয়ার সহ ক্রিকেটপ্রেমীরা। শুক্রবার তাদের প্রতীক্ষার অবসান ঘটল। সেইসঙ্গে প্রতিটি দল ক্রিক হিরোজে রেজিস্ট্রেশন করে নেওয়ায় সব রহস্য ভেদ হয়ে গেল। কোন দলে কে কে খেলছেন, মিলে গেল সেই সব প্রশ্নের উত্তর। যার টুর্নামেন্টের আকর্ষণ দ্বিগুণ করে দিল।

মাঠের বাইরে দারুণ এক উত্তাপ ছড়ালেও বিপিএলের বাইশ গজে কিন্তু সেই উত্তাপ ছিল না। অন্তত প্রথম দিন তো বটেই। শুক্রবার দুটি ম্যাচই ছিল একপেশে। চূড়ান্ত একপেশে। সকালে প্রথম ম্যাচে মুনলাইট ক্লাব সাত উইকেটে হারায় ডিমা হাসাওয়ের ব্লু হিলস কে। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ধোলাইয়ের ক্লাবটি। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে শুরু থেকেই ছন্নছাড়া লাগছিল ব্লু হিলসকে। তারা নির্ধারিত কুড়ি ওভারে ৯ উইকেটে ৭৬ রান করতেই সক্ষম হয়। আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে শুরু থেকেই যে মোমেন্টাম দরকার, তারা সেটা কোন সময়ই আদায় করতে পারেনি। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। মিডল অর্ডারে সুমিত নন্দী (২০) ছাড়া উল্লেখ করার মতো কিছু নেই। নতুন বলে দারুণ বোলিং করেন নিহার পাল (২-৭)। ভালো সঙ্গ দেন অরিন্দম চক্রবর্তী ও (২-৬)।

জবাবে ১০.৫ ওভারে তিন উইকেট হারিয়ে ৮১রান তুলে নেয় মুনলাইট। এস এ বড়ভুইয়া (অপরাজিত ২৪) ও অভিষেক পালিত (অপরাজিত ১৯) সহজে দলকে লক্ষ্যে পৌঁছে দেন। ‌ তিনটি উইকেট দখল করেন বিক্রম চক্রবর্তী। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এস এ বড়ভুইয়া। তার হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের অন্যতম কো-স্পন্সর শিম্পী পাল চৌধুরী।
দিনের দ্বিতীয় ম্যাচে ইলেভেন চ্যালেঞ্জার্স হাইলাকান্দি কে আট উইকেটে উড়িয়ে দেয় উধারবন্দ ট্রান্সফর্মার। প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৩০ রানে অলআউট হয় হাইলাকান্দির দলটি। ভালো রান করেন রাজদীপ পাত্র (২৮), বিশাল নাগ (১৮) এবং নির্মল সিনহা (১৫)। অতিরিক্ত থেকে আসে ২২। দুটি করে উইকেট নেন শম্ভু রায়, অরিজিৎ মহাপাত্র ও প্রীতম দত্ত।
রান তাড়া করতে নেমে দলের কাজটা সহজ করে দেন উধারবন্দের দুই ওপেনার কৌশিক দত্ত ও আজহারুল ইসলাম বড়লস্কর। দুজনে ওপেনিং জুটিতে ৯৮ রান যোগ করেন। যার সুবাদে ১৫ ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ট্রান্সফর্মার।আজহারুল (২৮) রান করে সাজঘরে ফেরেন। দুরন্ত অর্ধশতরান হাকান ডানহাতি ওপেনার কৌশিক দত্ত (৬০)। তিন নম্বরে ব্যাট করতে নেমে ২১ রানে অপরাজিত থাকেন কৃশানু দত্ত। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কৌশিক দত্ত। তার হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের কো-স্পন্সর বাবুল হোড়।

কাল ও বিপিএলে রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে বরাক বুলেটিন স্ট্রাইকার্স খেলবে শিলচর এভেন্জার্স এর বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে শিলচর লায়ন্স খেলবে গুমড়া হোয়াইট ওয়াকার্স এর বিরুদ্ধে।

Comments are closed.

error: Content is protected !!