Also read in

সুপার ডিভিশনে টানা দ্বিতীয় হার, অরুণাচলের কাছে খাবি খেল ছন্নছাড়া স্পোর্টিং

রামানুজ গুপ্ত স্মৃতি প্রাইজমানি সুপার ডিভিশন ফুটবলের সূচিতে অন্যতম বড় ম্যাচ ছিল অরুণাচল এসএস বনাম শিলচর স্পোর্টিং ক্লাব। রবিবাসরীয় বিকেলে সবাই ম্যাচ টার দিকে তাকিয়ে ছিলেন। ভালো একটা ফুটবল ম্যাচ দেখার অপেক্ষায় ছিলেন ফ্যানরা। দু’বছর পর সুপার ডিভিশন হচ্ছে। তাই টুর্নামেন্টের প্রথম বড় ম্যাচ ঘিরে ভাল প্রত্যাশা ছিল। তবে সব কিছুতেই জল ঢেলে দিলো ছন্নছাড়া স্পোর্টিং। অরুণাচল এস এস এর বিরুদ্ধে ৪-০ গোলে হারলো তারা। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে হারল স্পোর্টিং। আর দুটিতেই চারটি করে গোল হজম করলো।

প্রথম ম্যাচে টাউন ক্লাবের বিরুদ্ধেও চার গোল হজম করেছিল স্পোর্টিং। তবে সেদিন চারটি হজম করলেও দুটি ফিরিয়েছিল। ‌ আজ তো সেটাও হলো না। স্পোর্টিং দলটার না আছে মাঝমাঠ, না ভালো ফরওয়ার্ড লাইন। গোলকিপারের সঙ্গে ডিফেন্স লাইনের সামান্যতম বোঝাপড়াটাও নেই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দলটাতে সংহতি বলতে কিছুই নেই। মাঠেই খেলোয়াড়রা একে অপরকে দোষারোপ করছিলেন। তাই এতসব গুণ নিয়ে আর যাই হোক সুপার ডিভিশনে ম্যাচ জেতা খুব কঠিন।
উল্টোদিকে, প্রথম ম্যাচে অভিনব ক্লাবের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছিল অরুণাচল। সেই ম্যাচের তুলনায় এস এম দেব স্টেডিয়ামে স্পোর্টিং এর বিরুদ্ধে অনেক ভালো খেলেছে মৃদুল হোড় ট্রফির চ্যাম্পিয়নরা। দলটাকে বেশ কম্প্যাক্ট দেখিয়েছে। প্রথম কুড়ি মিনিটের কথা ছেড়ে দিলে গোটা ম্যাচ ডমিনেট করেছে অরুণাচল। থানজিক রংমাই, থঙ্গাম সিং ও নিনথউজাম বিনান সিং রা গোটা ম্যাচে অনেকটা জায়গা জুড়ে খেলে গেলেন। খুব সুন্দর ভাবে উঠা নামা করলেন। প্রয়োজনে ডিফেন্সে নেমে গেলেন। আবার আক্রমণের সময় বল বানিয়ে দিলেন।
প্রথম কুড়ি মিনিটের কথা ছেড়ে দিলে স্পোর্টিংয়ের হয়ে উল্লেখ করার মত কিছুই নেই। ২৪ মিনিটে স্পোর্টিংয়ের গোলকিপার ও ডিফেন্ডারের ব্যর্থতার ফায়দা তুলে গোল করে দেন রাকেশ দাস (১-০)। চার মিনিট পর রাকেশের থ্রু বল ধরে স্কোর ২-০ করে দেন বনিসন ননগাইথেম। ফুটবলে দু গোলে পিছিয়ে পড়েও ম্যাচ জেতা সম্ভব। তবে স্পোর্টিংয়ের বডি ল্যাঙ্গুয়েজই সেরকম ছিলনা। দু গোলে পিছিয়ে পড়ার পর একটিবারের জন্য সেভাবে ভালো আক্রমণ গড়ে তুলতে পারেনি দলটি। প্রথমার্ধে ইনজুরি টাইমে আরও একটা গোল করে স্কোর ৩-০ করে দেন ম্যাচের সেরা খেলোয়াড় থঙ্গাম লেনিন সিং। এই গোলটার সঙ্গেই স্পোর্টিংয়ের দেওয়াল লিখন সাফ হয়ে যায়। দ্বিতীয়ার্ধে বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সেটাও সম্পূর্ণ করে নেয় অরুণাচল। ৮৮ মিনিটে গোলকিপার ও ডিফেন্স এর ভুল বোঝাবুঝির জন্য আরো একবার লজ্জা পায় স্পোর্টিং। যার ফায়দা তুলে অরুণাচলের চতুর্থ গোলটি করে দেন নিনথাউজাম বিনান সিং।

Comments are closed.