রাজ্যে অবৈধ বিদেশির স্পষ্ট তালিকা না হওয়া পর্যন্ত নাগরিকত্ব বিল নিয়ে কোনও পক্ষ নেবেন না, প্রদেশ কংগ্রেসকে সুস্মিতা দেব
আসামে বাংলাদেশি কতজন আছে বা আদৌ বিদেশি বলে কেউ এরাজ্যে আছে কি না তার কোনও স্পষ্ট হিসাব নেই। কতজন নাগরিক অবৈধ তাও পরিস্কার নয়, এজন্যই রাজ্যে এনআরসি প্রক্রিয়া চলছে। এটি সম্পুর্ণ হলেই আসল চিত্র বোঝা যাবে। বাংলাদেশে ঠিক কতটা নির্যাতন হয়েছিল এবং এতে কতজনকে নিজের দেশ ছেড়ে এদেশে আসতে হয়েছে কেউ জানেন না। এব্যাপারে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ ঠিক কতটা সাহায্য করবে তাও পরিস্কার নয়। তাই কংগ্রেসের মতো দলের এই মুহূর্তে কোনও নির্দিষ্ট পক্ষ নেওয়া বা নিজেদের মধ্যে মতবিরোধ তৈরি করা ঠিক হবেনা, এমনটাই অভিমত শিলচরের সাংসদ সুস্মিতা দেবের। মঙ্গলবার দিল্লিতে দলের কেন্দ্রীয় স্তরের বৈঠকে এভাবেই নিজের কথা তুলে ধরেন তিনি।
নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ কে ঘিরে আসাম প্রদেশ কংগ্রেসের সদস্যদের সঙ্গে বরাকের কংগ্রেস নেতৃত্বের মতবিরোধকে সামাল দিতে কেন্দ্রীয় নেতৃত্ব মঙ্গলবার দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। সুস্মিতা দেব, রিপুন বরা, গৌরব গগৈ, সিদ্দেক আহমেদ, কমলাক্ষ দে পুরকায়স্থ সহ অন্যান্যরা এতে অংশ নেন।
দলের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর নির্দেশে কেন্দ্রীয় কমিটির পক্ষে সিপি যোশির দ্বারা আয়োজিত বৈঠকে বিলটি নিয়ে আপাতত অবস্থান স্পষ্ট না করে নাগরিক পঞ্জি নবায়ন প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার পক্ষে যুক্তি রাখা হয়। তবে কোনও পরিস্কার সিদ্ধান্তে পৌঁছতে পারেন নি কেউই এবং বিষয়টি কংগ্রেসের গলার কাঁটা হয়ে দাড়িয়েছে তা বলাই বাহুল্য।
সম্প্রতি যৌথ সংসদীয় কমিটির আসাম সফরকে ঘিরে আসাম প্রদেশ কংগ্রেসের সঙ্গে বরাকের কংগ্রেস নেতৃত্বের মধ্যে ‘নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬’ কে নিয়ে মতবিরোধ স্পষ্ট সামনে চলে আসে। একদিকে গুয়াহাটির নেতৃত্ব বিলের সরাসরি বিরোধিতা করে আর অন্যদিকে শিলচরের সাংসদ তথা জেপিসির সদস্যা সুস্মিতা দেব বা করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিলের পক্ষে প্রকাশ্যে সমর্থন জানান। তবে তাঁরা বিজেপির প্রস্তাবিত বিলের সরাসরি সমর্থন করেন না। নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরকে ভিত্তিবর্ষ বলে মানেন বরাকের কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে দলের গুয়াহাটি নেতৃত্ব আসাম চুক্তিকে সামনে রেখে ১৯৭১ সালের ২৪ মার্চকেই ভিত্তিবর্ষ বলে মানেন। তাঁদের স্পষ্ট বক্তব্য, দেশভাগের দায় একা আসাম নেবে না, অবৈধ বাংলাদেশিদের নাগরিকত্ব দেওয়া চলবে না। এব্যাপারে সুস্মিতা দেব দিল্লির বৈঠকে বলেন, জেপিসির বৈঠকে আমরা আমাদের অবস্থান জানিয়েছি এবং একই ভাবে ব্রহ্মপুত্র উপত্যকার সদস্যরা নিজেদের অবস্থান জানিয়েছেন। উনারা আসাম চুক্তিকেই মানবেন বলে স্পষ্ট। তবে আসামে কতজন বিদেশি আছেন, আদৌ কেউ আছেন কি, তা বলতে পারবেন না। তাই আমরা কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন রেখেছি যে আপাতত এসব নিয়ে মতবিরোধ তৈরি হতে না দিতে। এনআরসি হোক, নাগরিকত্ব সংশোধনী বিল হোক বা জেপিসির বৈঠক, একই দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে তারপরেই জনসমক্ষে নিজেদের বক্তব্য তুলে ধরা উচিৎ। কেন্দ্রীয় কমিটির কাছে এটাই আমাদের আবেদন।
তিনি জানান যে সিপি যোশী এব্যাপারে একমত হয়েছেন এবং এনিয়ে ভবিষ্যতে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন।
Comments are closed.