জেলা প্রশাসন কর্তৃক হাইলাকান্দিতে ১৪৪ ধারা জারি
শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় হাইলাকান্দি জেলা প্রশাসন সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে ভারতীয় দন্ডবিধির ১৪৪ ধারা জারি করেছে।
জেলা ম্যাজিস্ট্রেট আদিল খান কর্তৃক জারি করা আদেশে জেলা প্রশাসন থেকে পূর্ব অনুমতি ছাড়া পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, মিটিং নিষিদ্ধ করা হয়েছে।
এই আদেশ বলে সরকারি, বেসরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ন স্থানে বিক্ষোভ,ধর্না নিষিদ্ধ করা হয়েছে।
পুলিশ ও নিরাপত্তা বাহিনী ব্যতীত অন্য কেহ কোন ধরনের আগ্নেয়াস্ত্র , মারাত্মক অস্ত্রশস্ত্র বা বিস্ফোরক পদার্থ বহন করতে পারবেন না।
এই আদেশ বলে বিদ্বেষমূলক বক্তৃতা, সাম্প্রদায়িক বা রাষ্ট্র বিরোধী শ্লোগান; দেওয়াল, রাস্তাঘাট, সরকারি বা বেসরকারি ভবন, যানবাহন ইত্যাদিতে পোস্টারিং; মাইক্রোফোনের ব্যবহার এবং বাজিপটকা ফাটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
সরকারি জমি বা বনাঞ্চলে অনুমোদন ব্যতীত সব ধরনের নির্মাণকার্যও নিষিদ্ধ করা করেছে। তবে এই আদেশ সরকারি মিটিং এবং কার্যক্রমে প্রযোজ্য হবেনা ।
এই আদেশ লঙ্ঘন করলে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা অনুযায়ী বিচারের সম্মুখীন হতে হবে।
এখানে উল্লেখ্য জেলাশাসক গত সোমবার পুলিশ সুপার, পুলিশ কর্মকর্তা ও অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে এক নিরাপত্তা বৈঠকে মিলিত হয়েছিলেন ।
Comments are closed.