Also read in

কাছাড়ের জেলা উপায়ুক্ত কীর্তি জল্লিকে বদলি করা হলো কামরূপ জেলায়, কাছাড়ের নতুন জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা

হাইলাকান্দি এবং কাছাড় জেলায় অর্থাৎ বরাক উপত্যকায় বেশ কিছু দিন উপায়ুক্ত হিসেবে দায়িত্ব পালন করে এবার কীর্তি জল্লি বদলি হয়ে গেলেন। তিনি কামরূপ জেলার উপায়ুক্ত এবং তৎসহ আরও কিছু দায়িত্ব নিয়ে যাচ্ছেন।

হাইলাকান্দির জেলাশাসক রোহন কুমার ঝা দায়িত্ব নেবেন কাছাড় জেলার।

এ দিকে নগাঁওয়ের জেলাশাসক এইচ নিসর্গ গৌতমকে হাইলাকান্দিতে বদলি করা হয়েছে। গৌতম আগে অতিরিক্ত জেলাশাসক পদে বরাক উপত্যকায় কাজ করে গেছেন৷ রাজ্যপালের আদেশক্রমে আসাম সরকারের পার্সোনাল বিভাগের যুগ্ম সচিব সৈয়দ জাহিদ চিস্তি আজ এক বিজ্ঞপ্তিতে এই বদলির সংবাদ জানিয়েছেন।

একই আদেশ বলে কাছাড় ও হাইলাকান্দি জেলা উপায়ুক্ত ছাড়াও আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিককে বদলি করা হয়েছে।

Comments are closed.