জাল নথি দিয়ে এনআরসিতে নাম ঢোকানোর চেষ্টা:শিলচরে ধৃত বাংলাদেশি নাগরিক
শিলচরে ধৃত বাংলাদেশি নাগরিক নাগরিক নিখিল দাস (২৬)। ভূয়ো তথ্য দিয়ে সে এনআরসিতে আবেদন করেছিল। বাংলাদেশের সিলেট জেলার সুনামগঞ্জের ধিরাই থানার অধীন কচুয়া গ্রামে তার মূল বাড়ি। সে নিজেকে রংপুর করাতিগ্রামের বাসিন্দা হিসেবে দাবি করে আবেদন জানিয়েছিল এনআরসিতে। কিন্তু বংশবৃক্ষ নথি যাচাই করার সময় বেরিয়ে আসে সমগ্র তথ্য। পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয় তাকে।
পুলিশের জেরায় সে নিজেকে বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করে এবং বেশ কিছু বিস্ফোরক তথ্য জানায় । ২০১১ সালে আগরতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল সে, যদিও এনআরসিতে আবেদন করার সময় সে ১৯৬৪ সালের রিফিউজি কার্ড, ভোটার আই কার্ড, পেন কার্ড সহ বিভিন্ন জাল নথি পেশ করেছিল। ২০১১ সালের পরে ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে শিলচরের রংপুরে নিজের আত্মীয়ের বাড়িতে কিছু দিন বসবাস করে সে। পরে পুনেতে এক বেসরকারি সংস্থায় ওয়েল্ডার এর কাজ নিয়ে ঐখানেই বসবাস ছিল সে। এনআরসির নোটিশ পেয়ে ঐখান থেকেই আসে সে।
এনআরসির আবেদন জমা দেওয়ার সময় শিলচরের একজন অধিবক্তাকে ৮ হাজার টাকা দিয়ে ১৯৬৪ সালের রিফিউজি সার্টিফিকেট সহ বিভিন্ন নথি সংগ্রহ করেছিল। পুলিশ সেই অধিবক্তা (এডভোকেট)কে দয়ানন্দ বৈষ্ণব হিসেবে সনাক্ত করে জিঞ্জাসাবাদ শুরু করেছে।
নিখিলকে শনিবার আদালতে পেশ করে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ।
Comments are closed.