শুক্রবার থেকে অসম যুব অলিম্পিক, প্রথমবারের আসরে অংশ নিচ্ছে ৩৫ টি দল, ৪৫০০ অ্যাথলিট, শিলচর পাঠাচ্ছে ৬০ জনের দল
অপেক্ষার পালা শেষ। রাত পোহালেই শুরু হচ্ছে অসম অলিম্পিক সংস্থার (এ ও এ) প্রথম অসম যুব অলিম্পিক ২০২২। আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে এই আসর। শুক্রবার গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে যুব অলিম্পিকের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সঙ্গে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা অসম অলিম্পিক সংস্থার সভাপতি সর্বানন্দ সোনোয়াল। সব মিলিয়ে এ ও এর প্রস্তুতি চূড়ান্ত।
অসমের মাটিতে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব অলিম্পিক। মোট ৩৫টি দল এই আসরে অংশ নিচ্ছে। মনে করা হচ্ছে গেমসে প্রায় ৪৫০০ অ্যাথলিট অংশ নেবেন। প্রশিক্ষক ও কর্মকর্তাদের সংখ্যা আরো ৭০০। এছাড়াও থাকবেন ম্যাচ অবজারভাররা। সংখ্যাটা প্রায় ৬০০। গেমসকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৮০০ স্বেচ্ছাসেবী ও নিয়োগ করা হয়েছে। প্রতিটি দলেই একজন করে থাকবেন শেফ দ্য মিশন।
গেমস এর জন্য শিলচর ৬০ জনের একটা দল পাঠাচ্ছে। আসরে শিলচর অংশ নেবে যোগা, ফেন্সিং, হকি, টেবিল টেনিস, সেপাক টাকরো, অ্যাথলেটিক এবং টাইনকোয়ান্ডো। এরমধ্যে যোগায় রয়েছেন ৪, ফেন্সিং ৯, হকি ১৮, টেবিল টেনিস ৪, সেপাকটাকরো ১৪, অ্যাথলেটিক ৭ এবং টাইকোয়োন্ডোতে ৪জন খেলোয়ার। আসরের জন্য শিলচরের সবচেয়ে বড় দল হকির। যুব অলিম্পিকে শিলচরের যোগা ও ফেনসিং এর দল দুটি প্রথম নামবে। এজন্য এই দল দুটি বৃহস্পতিবার রওনা দিচ্ছে। বাকি দলগুলি একসঙ্গে ২৪ জুলাই রেলপথে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবে। যুব অলিম্পিকে শিলচরের শেফ দ্য মিশন থাকবেন নন্দদুলাল রায়। তার ডেপুটি হিসেবে থাকবেন সুবীর দে।
যুব অলিম্পিকে শিলচরের পারফরমেন্স নিয়ে বেশ আশাবাদী ডি এস এ সচিব বিজেন্দ্র প্রসাদ সিং। এমন একটা আসর আয়োজন করার জন্য তিনি অসম অলম্পিক সংস্থাকেও ধন্যবাদ জানান। যুব অলিম্পিকে সবচেয়ে বড় দল নিয়ে নামছে গুয়াহাটি। তারা প্রায় পাঁচশোর কাছাকাছি একটা দল নিয়ে নামছে। এতে অ্যাথলিট ছাড়াও রয়েছেন কর্মকর্তারা। আসরে সবচেয়ে ছোট দল নিয়ে নামছে ডিমা হাসাও এবং দক্ষিণ শালমারা। উভয়ে ৬ জনের দল পাঠাচ্ছে।
যুব অলিম্পিকে থাকবে মোট ৩২ টি ইভেন্ট। মহানগরীর মোট আটটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ইভেন্টগুলি। এর মধ্যে প্রধান ভেনু থাকবে সরুসজাই স্পোর্টস কমপ্লেক্স। অলিম্পিক গেমসগুলিতে যেভাবে মেডেল দেওয়া হয় ঠিক সেভাবেই যুব অলিম্পিকেও অ্যাথলিটদের হাতে তুলে দেওয়া হবে মেডেল। থাকবে অলিম্পিক পোডিয়াম। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়েছে দুই ঘন্টার। এতে মুখ্য অতিথির হিসেবে থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বিশিষ্ট অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা এ ও এ সভাপতি সর্বানন্দ সোনোয়াল।
এদিকে যুব অলিম্পিক শুরু হবার আগেই কিন্তু এ নিয়ে বিতর্ক লেগে গেছে। অভিযোগ উঠছে, এত বড় একটা আসর আয়োজন করলেও রাজ্যের প্রাক্তন খেলোয়ারদের তেমন পাত্তা দেওয়া হচ্ছে না। এ নিয়ে ইতিমধ্যেই এ ও এর সমালোচনা শুরু হয়ে গেছে। তবে আরো একটা বিষয় রয়েছে যা নিয়ে আয়োজকদের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। সেটা হচ্ছে প্রচন্ড গরম। এত গরমে সুষ্ঠুভাবে গেমস আয়োজন করা চ্যালেঞ্জিং হবে অসম অলিম্পিক সংস্থার জন্য।
Comments are closed.