Also read in

ডুরান্ড কাপে নর্থইস্ট কে নেতৃত্ব দিলেন শিলচরের স্যামপাউ

১৩১তম ডুরান্ড কাপে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে নেতৃত্ব দিলেন শিলচরের স্যামপাউ রংমাই। তবে ঐতিহ্যশালী এই টুর্নামেন্টে তার এই অভিজ্ঞতা সুখকর হলো না। উড়িষার বিরুদ্ধে লজ্জা জনক প্রদর্শন করল নর্থইস্ট। ম্যাচটা হারলো ৬-০ গোলের বিশাল ব্যবধানে।

ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের নেতৃত্বে ছিলেন শিলচরের স্যামপাউ। তিনি খেললেন রাইট ব্যাক পজিশনে। ‌ তবে প্রতিপক্ষের আক্রমণাত্মক ফুটবলের সামনে এদিন দাঁড়াতেই পারেনি নর্থইস্ট। গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় উড়িষা। বিরতির পর আরও তিনটি গোল হজম করে ঘরোয়া দল। নর্থইস্ট ইউনাইটেডের স্কোয়াডে শিলচরের আরো এক ফুটবলার রয়েছেন। জিয়ানচুন রংমাই। তবে তিনি এদিন সুযোগ পাননি।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এর কাছ থেকে আরো ভালো প্রদর্শন আশা করেছিলেন ফুটবল প্রেমীরা। গত এক মাস থেকে ডুরান্ডের প্রস্তুতি নিচ্ছিল নর্থ ইস্ট এফসি। গুয়াহাটি লিগেও খেলেছিল দল।

তবে এদিন উড়িষার বিরুদ্ধে তারা পাত্তাই পায়নি। উল্লেখ্য এবার ডুরান্ড কাপে ইন্ডিয়ান সুপার লিগে খেলা ১১ টি সহ বিভিন্ন রাজ্যের কুড়িটি দল অংশ নিচ্ছে। গুয়াহাটি সহ মণিপুরের রাজধানী ইম্ফল ও কলকাতায় এবারের ডুরান্ড কাপের খেলা হবে।

Comments are closed.

error: Content is protected !!