শিলকুড়িতে ভালুকের হামলার খবর ভুয়া; আতঙ্কিত হওয়ার কোন কারন নেই
সোমবার দুপুর থেকে কয়েকটি ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে আলোড়ন তুলেছিল। ভাইরাল এই ছবি এবং ভিডিওতে দেখা যায় যে একজন মানুষ নিষ্ঠুরভাবে একটা ভালুক দ্বারা আক্রান্ত হয়। ভিডিওটি দেখায় যে, স্থানীয় গ্রামবাসীরা মানুষকে উদ্ধারের জন্য চেষ্টা করে এবং ঘটনাস্থলেই ভালুকটিকে হত্যা করে।
এই ভিডিওটি শিলচর তথা সমগ্র বরাক উপত্যকায় খুব দ্রুত ছড়িয়ে পড়ে, আমরা আপনাদের সবাইকে জানাতে চাই যে, এই ঘটনাটি সম্পূর্ণ ভুয়া। ওয়াইল্ড লাইফ ইন্ডিয়া নামের একটি প্রোডাকশন কোম্পানি ২০১৩ সালের ১৩ ই জুলাই ইউটিউবে ভিডিওটি আপলোড করেছিল। তারা দাবি করেছিল যে এই ভিডিওটি মধ্যপ্রদেশের ইতারশিতে নেওয়া হয়েছিল।
আক্রান্ত ব্যক্তির ছবিটি ‘দৈনিক জাগরণে’র গল্প থেকে নেওয়া হয়েছে (জঙ্গলী ভালু নে ১২ লোগো কো কাটা)। আঞ্চলিক গণমাধ্যম দৈনিক ‘দৈনিক জাগরণ’ ১২ মে ২০১২ তে এই গল্পটি আপলোড করেছিল। গল্পটিতে টুন্ডির জঙ্গলে একটি বন্য ভালুকের আক্রমণের ঘটনা বর্নিত ছিল।
বরাকবুলেটিন.কম বিভিন্ন সূত্রে ভিডিওটি একাধিকবার পেয়েছে এবং সবাই আমাদেরকে তা অবিলম্বে আপলোড করার জন্য বলছিল। যদিও বিষয়বস্তু হিসাবে এই সব জাল ভাইরাল কাহিনী অত্যন্ত আকর্ষক, কিন্তু আমরা এই ধরনের ঘটনার প্রচার করার আগে সত্যাসত্য যাচাই করে থাকি। জেলার বেশ কয়েকটি পুলিশ চৌকিতে ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করি এবং তারা সবাই জানান যে তারাও ভিডিওটি পেয়েছেন কিন্তু সত্যতা সম্পর্কে নিশ্চিত নন। ঘুঙ্গুর পুলিশ আউট পোস্টের এসআই আমাদের বলেন যে শিলকুড়ির লোকেরা এইরকম কোনও ঘটনার কথা জানেন না এবং এটা একটা মিথ্যা প্রচার।
আমাদের প্রতিবেদক বন বিভাগের আধিকারিকের সাথে যোগাযোগ করলে তিনি উপহাস করে বলেন, “কাছাড়ের মানুষ সব ওখন সব ভাল্লুকের পিছে পরসইন কেনে ?” তিনি বলেন, “এই ধরনের কোন আক্রমণ হয়নি এবং এই ভাইরাল ভিডিও টি গুজব ছড়িয়েছে। ”
এই ভিডিও এবং ছবি সবই জাল তাই কাছাড়ের জনগনের ভয় পাবার কোন কারন নেই ।
Comments are closed.