Also read in

ডুরান্ড কাপের অভিজ্ঞতা কাজ দেবে স্যামপাউ-এলফ্রেডদের

১৩১তম ডুরান্ড কাপে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সি তে খেলেছেন শিলচরের স্যামপাউ রংমাই ও লক্ষীপুরের এলফ্রেড। এছাড়া স্কোয়াডে ছিলেন শিলচরের আরও এক ফুটবলার জেংচুন রংমাই। তবে তিনি একাদশে সুযোগ পাননি। প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড কে নেতৃত্ব দিয়েছেন স্যামপাউ। যদিও তার সেই অভিজ্ঞতা সুখকর হয়নি। উড়িষার বিরুদ্ধে ম্যাচটা ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারে নর্থইস্ট।

দ্বিতীয় ম্যাচে উন্নতি করলেও আর্মি গ্রিনের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে হারে নর্থইস্ট। ডুরান্ড কাপের দুটি ম্যাচ হারলেও নর্থইস্ট ম্যানেজমেন্ট এটাকে বড় করে দেখছে না। কারণ ভবিষ্যতের কথা মাথায় রেখেই তারা ডুরান্ড কাপে এই রিজার্ভ দলটি নামিয়েছিল। লক্ষ্য ছিল, অভিজ্ঞতা সঞ্চয়। আই এস এলের জন্য একটা শক্তিশালী রিজার্ভ ব্যাঞ্চ গড়ে তুলতে ডুরান্ড কাপে নাম লিখেছিল নর্থ ইস্ট।
এটা সত্যি উড়িষ্যা এবং আর্মি গ্রিনের বিরুদ্ধে সেভাবে দাঁত ফোটাতে পারেনি নর্থ ইস্ট। ‌ তবে এই দুই ম্যাচে খেলোয়াড়রা যা অভিজ্ঞতা সঞ্চয় করলেন সেটা আগামী দিনে তাদের খুব কাজ দেবে। এমনটাই জানাচ্ছেন শিলচরের তরুণ ফুটবলার জেংচুন রংমাই। একাদশে সুযোগ না পেলেও গত দেড় মাসে নর্থইস্ট ইউনাইটেড এর সদস্য হিসাবে অনেক কিছু শিখতে পেরেছেন। আগামীতে এই অভিজ্ঞতা কাজে লাগাতে চান শিলচরের তরুণ মিডফিল্ডার।

গত দেড় মাস থেকে নর্থইস্টের কোচিং স্টাফের সঙ্গে সময় কাটিয়েছেন জেংচুন, স্যামপাউ। এরমধ্যে স্যামপাউ তো নর্থইস্ট টিম ম্যানেজমেন্টের নজরও কেড়েছেন। ক্যাপ্টেন্সি আর্মব্র্যান্ড এক ম্যাচের জন্য তার হাতে তুলে দেওয়া সেটাই প্রমাণ করে। আই এস এলের জন্য এবার বেশ ভালো দল গড়েছে নর্থ ইস্ট। তবে রিজার্ভ বেঞ্চটা মজবুত রাখতেই স্যামপাউদের ডুরান্ডে ঝালিয়ে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাই ডুরান্ডের অভিজ্ঞতা খুব কাজ দেবে স্যামপাউদের।

Comments are closed.