আশ্রম রোডে ব্যাপক অগ্নিকাণ্ড : ৫টি ঘর পুড়ে ছাই
খুবই দুঃখজনক খবর, আজ দুপুরে শহরের আশ্রম রোড এর সন্নিকটে তপোবন নগর এলাকার গোবিন্দনগরে ৫ টি বাড়ি এক বড়সড় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়। ঐ পাঁচটি বাড়ীতে মালিক সহ প্রায় ১৫ টি পরিবার বসবাস করতো।
প্রত্যক্ষদর্শীদের বিবরন অনুযায়ী, রথীন্দ্র দাসের বাড়ি থেকেই আগুনের সূত্রপাত, পরে সংলগ্ন আরো চারটি বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে; শর্ট সার্কিটই সম্ভবত এই অগ্নিকাণ্ডের মূল কারন। প্রতিবেশীরা আমাদের প্রতিবেদককে জানান যে বাড়ির ভিতরে ৩টি এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে এবং অন্যান্য গুলো দুমড়ে মুচড়ে গেছে। ঐ সময় অধিকাংশ ঘরই খালি ছিল কারণ লোকজন তাদের দৈনিক রুজি রোজগারের জন্য বেরিয়ে গিয়েছিল । এই ঘটনায় প্রানহানির কোন খবর নেই।
অাগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের একটি ইঞ্জিনকে কাজে লাগানো হয়। স্থানীয়দের মতে দমকলের গাড়ী পৌছানর আগেই ঘরগুলো প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছিল। “আগুন ১২ টায় লাগে আর দমকলের গাড়ী আসে ১টার সময়, বেশিরভাগ বাড়িই বাঁশ, টিন এবং অন্যান্য সহজেই জ্বলনশীল উপকরণ দিয়ে তৈরী” একজন প্রত্যক্ষদর্শী জানান।
এইচএস পরীক্ষায় অবতীর্ন রথীন্দ্র দাসের কন্যা মিতালী দাস যে আগামী শুক্রবার উচ্চমাধ্যমিক ফলাফলের অপেক্ষায় আছে আমাদেরকে জানায় যে এই দুঃখজনক ঘটনায় তার সব একাডেমিক সার্টিফিকেট এবং এডমিট কার্ড পুড়ে গেছে। আবার বেশ কয়েকজন ব্যক্তি তাদের গুরুত্বপূর্ণ এনআরসি নথি খোয়ানোর বিষয়ে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন।
দমকল বাহিনী এখনও চূড়ান্ত রিপোর্ট জমা দেয়নি। দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থা বিষয়টি তদন্ত করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
Comments are closed.