Also read in

শিলকুড়ি মাছঘাটে ক্রুজার এবং ন্যানোর মুখোমুখি সংঘর্ষ: গুরুতর আহত ২

আজ বিকেল প্রায় তিনটা নাগাদ শিলকুড়ির মাছঘাটে একটি ক্রুজার এবং ন্যানো গাড়ী দুর্ঘটনাগ্রস্ত হয়। মুখোমুখি সংঘর্ষে দু’জন ব্যক্তি গুরুতরভাবে আহত হন। এই দুর্ঘটনায় অন্যান্য আরো কয়েকজন ব্যক্তিও আহত হয়েছেন, তবে তাদের আঘাত মারাত্মক নয় বলে জানা গেছে।

গুরুতরভাবে আহত হয়েছেন কচুদরম এলাকার রাজু মিশ্র এবং কচুদরম নাগাবস্তির আর খাসিয়া। দুর্ঘটনার পরপরই এদেরকে স্থানীয় জনগনের সহায়তায় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে গুরুতর আহত দুজনের চিকিৎসা চলছে শিলচর মেডিক্যাল কলেজে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী দ্রুতগতিতে আসা শিলচর অভিমুখী ক্রুজার এবং শিলচর থেকে আসা ন্যানো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। চালকের বেপরোয়া গাড়ী চালনাই এই দুর্ঘটনার কারন বলে মনে করা হচ্ছে। নেনো গাড়ীটির নম্বর হল AS 11 G 1286 । সংঘর্ষে দুটো গাড়ীই ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে শিলচর থেকে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত দুটো গাড়িকেই সদর থানায় নিয়ে আসে।

Comments are closed.