Also read in

বিরাট সাফল্য! অল আসাম রেংকিং টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হলেন শিলচরের দিবিজা পাল

ঐতিহাসিক মুহূর্তই বটে। অল আসাম রেংকিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব ১১ বিভাগের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন শিলচরের মেয়ে দিবিজা পাল। যোরহাটের কুশল কোওর স্মৃতি ইন্দোর স্টেডিয়ামে চলতি প্রতিযোগিতায় গোটা টুর্নামেন্ট জুড়ে দারুন প্রদর্শন করেন দিবিজা। ফাইনালে তিনি মুখোমুখি হয়েছিলেন এই ক্যাটাগরিতে বর্তমান রাজ্য চ্যাম্পিয়ন গুয়াহাটির আয়াত রহমানের। তবে দুরন্ত পারফর্ম করে বাজিমাত করে নেন দিবিজা।

ফাইনালে প্রথম গেম ১১-০৮ পয়েন্টে জিতে নেন দিবিজা। তবে দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান আয়াত। তৃতীয় গেমে আরো একধাপ এগিয়ে গিয়ে জিতে নেন দিবিজা। তবে চতুর্থ গেমে আবারও ঘুরে দাঁড়ান আয়াত। অবশেষে অন্তিম গেমে স্নায়ু শক্ত রেখে সহজেই বাজিমাত করেন দিবিজা। ফাইনাল স্কোর ছিল ১১-০৮, ০৮-১১, ১১-০৫, ০৯-১১ ও ১১-০৫। শেষ স্টেট রেংকিং চ্যাম্পিয়নশিপের রানারআপ ছিলেন দিবিজা। এবার আরো একধাপ এগিয়ে চ্যাম্পিয়ন হলেন। তার এই সাফল্য শুধু শিলচরের জন্য নয়, গোটা উপত্যকার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।

Comments are closed.