
পাওয়ার লিফটিংয়ে ভারতের জার্সি গায়ে নিউজিল্যান্ডে রুপো জিতলেন শিলচরের মেয়ে দেবশ্রী
শিলচরের ক্রীড়াঙ্গনের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। ভারতের জার্সি গায়ে পাওয়ার লিফটিংয়ে নিউজিল্যান্ডের অকল্যাণ্ডে রূপো জিতলেন শিলচরের মেয়ে দেবশ্রী সরকার।
অসমের একমাত্র পাওয়ারলিফটার হিসেবে নিউজিল্যান্ডে পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করছেন শিলচরের এই মেয়ে। অকল্যান্ড শহরে অনুষ্ঠিত আসরে কমনওয়েলথ ক্লাসিক ইকুপ্ট পাওয়ার লিফটিং এন্ড বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ দেশের হয়ে পদক জিতেছেন দেবশ্রী ওরফে সোনা। বৃহস্পতিবার জুনিয়র ৫২ কেজি ইভেন্টে রূপা জেতেন তিনি।
পাঁচ বছর আগে দেবশ্রীর পাওয়ার লিফটিং এর যাত্রা শুরু। শিলচর ব্যায়াম বিদ্যালয়ের হাত ধরে। গত তিন বছর থেকে তিনি গুয়াহাটিতে প্র্যাকটিস করছেন। খুবই সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন দেবশ্রী। ফলে প্রতিটা মুহূর্তে তাকে লড়াই করতে হয়েছে। এ বছর জুলাইয়ে তেলেঙ্গানায় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ভালো পারফর্ম করেন দেবশ্রী। জেতেন ব্রোঞ্জ পদক। সেটাই তাকে জাতীয় দলের টিকিট এনে দেয়। এবার আন্তর্জাতিক মঞ্চেও জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে দারুণ পারফর্ম করলেন।
দেশের প্রায় ১০০-র মতো পাওয়ার লিফটার অকল্যান্ডের চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। তবে অসম থেকে একমাত্র দেবশ্রী প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করছেন। যা নিশ্চিতভাবে শিলচরের জন্য এক গর্বের বিষয়। জাতীয় দলে সুযোগ পেলেও একটা সময় আর্থিক সমস্যা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল বিলপার পুন্যপাল রোডের এই পাওয়ার লিফ্টারের জন্য।
আন্তর্জাতিক সার্কিটে দেশের জার্সি গায়ে এই প্রথম সুযোগ পেয়েছেন দেবশ্রী। চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য যাবতীয় খরচ তাকেই জোগাড় করতে হয়েছিল। আসলে এই ধরনের ইভেন্টে অংশ নিতে হলে প্রতিযোগীকেই খরচ বহন করতে হয়। এটাই নিয়ম। তবে সব বাধা টপকে বিদেশের মাটিতে পদক জিতে শিলচর সহ গোটা দেশের মান বৃদ্ধি করলেন দেবশ্রী।
Comments are closed.