
কালাইন লক্ষ্মীপুরে ইটভাটায় ভয়ংকর দুর্ঘটনা; ভেঙে পড়লো চিমনি, নিহত চার, আহত ২০
এক ভয়ঙ্কর দুর্ঘটনার খবর এসে পৌঁছাল কাছাড় জেলার কালাইন এলাকার লক্ষ্মীপুর থেকে। ইটাভাটার চিমনি ভেঙে পড়ায় নিহত এক শিশুসহ চারজন, আহত হয়েছে কুড়িজনের ও অধিক । আহতের সঠিক সংখ্যা এখনো নিরূপণ করা সম্ভব হচ্ছে না কারণ ভেঙে পড়া ইটভাটার ভিতরে আটকা পড়েছেন বেশ কয়েকজন শ্রমিক।
কালাইন লক্ষীপুরে সংঘটিত দুৰ্ঘটনাগ্রস্ত ইট ভাটার নাম হচ্ছে SABI । আজকের এই ইটাভাটার চিমনি আচমকা ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে রাহাত ফারহান নামে এক ১২ বছরের শিশুর। শিশুটির ঘর কালাইন তারাপুর এলাকায় বলে জানা গেছে । এই ভয়ঙ্কর দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তিরা হলেন কালাইন বুরুঙ্গা এলাকার আবু সুফিয়ান; সুনীল পাসোয়ান এবং মেদনি পাসোয়ান। শেষোক্ত দুইজন পিতা পুত্র এবং তারা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভাটার ইট পোড়ানোর স্বাভাবিক প্রক্রিয়ার জন্য অগ্নিসংযোগের সাথে সাথে চিমনিটি ভেঙে পড়ে। আহত প্রায় কুড়িজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইটভাটার ভেতরে আরো কয়েকজন শ্রমিক আটকা পড়েছেন বলে আরক্ষীরা আশঙ্কা করছেন।
এদিকে মৃতের সংখ্যা আরো ও বাড়তে পরে বলে আশঙ্কা করা হচ্ছে।
Comments are closed.