আসাম ইউনিভার্সিটির শিলচর ক্যাম্পাসে র্যাগিংয়ের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা, শিক্ষার্থীদের বলা হল আন্ডারটেকিং দিতে
সম্প্রতি র্যাগিংয়ের বেশ কয়েকটি ঘটনা দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রীদের মধ্যে উদ্বেগের পরিবেশ তৈরি করেছে । ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের ভয়াবহ ঘটনা গোটা দেশকে নাড়া দিয়েছে। এতে রাজ্য সরকারের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। গত সোমবার, শিলচর ডেন্টাল কলেজের ১৪ জন ছাত্রকে র্যাগিংয়ের অভিযোগের পরে হোস্টেল থেকে সাসপেন্ড করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনা বন্ধে পদক্ষেপ নিচ্ছে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো। আসাম ইউনিভার্সিটি শিলচরও একটি সার্কুলার জারি করে ক্যাম্পাসের অভ্যন্তরে যে কোনও ধরণের র্যাগিংয়ের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে।
৭ নভেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের আদেশে শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং সম্পূর্ণ নিষিদ্ধ করা আছে। জোর দিয়ে বলা হয় যে র্যাগিং একটি নিন্দনীয় কাজ হওয়ার পাশাপাশি একটি শাস্তিযোগ্য অপরাধ ও। তাই ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের রায় মেনে চলার জন্য এবং ক্যাম্পাসের অভ্যন্তরে পাঠদান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আসাম বিশ্ববিদ্যালয়, শিলচরেও যে কোনো ধরনের র্যাগিংয়ের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে।
বিজ্ঞপ্তিতে ছাত্রদের www.antiragging.in ওয়েবসাইটে একটি অ্যান্টি-র্যাগিংয়ের আন্ডারটেকিং পূরণ করতে বলা হয়েছে।
জাতীয় অ্যান্টি- র্যাগিংয়ের হেল্পলাইন নম্বরটি দিবা রাত্র খোলা থাকে এবং টোল-ফ্রি হেল্পলাইন নম্বরটি হল 1800-180-5522 । অ্যান্টি-র্যাগিং-এর কোনও অভিযোগ জানাতে একজন শিক্ষার্থী https://www.antiragging.in/ ওয়েবসাইটেও যেতে পারেন।
র্যাগিংকে না বলুন।
Comments are closed.