মাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা করল সেবা, ৩রা মার্চ থেকে শুরু , অনুসরণ করা হবে এনইপি প্যাটার্ন
আসাম মাধ্যমিক শিক্ষা বোর্ড (SEBA) ২০২৩ সালের দশম শ্রেণির বোর্ড পরীক্ষার সময়সূচী ঘোষণা করল।
পরীক্ষাটি আগামী বছর অর্থাৎ ২০২৩ এর ৩রা মার্চ ইংরেজি প্রথম পত্র দিয়ে শুরু হবে এবং ২০শে মার্চ শেষ হবে।
বিভিন্ন বিষয়ে পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। আগামী বছরের এই ব্যাচের পরীক্ষায় ৪ লাখের বেশি শিক্ষার্থী বসবে, ৯১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজ্য শিক্ষা পর্ষদের ১০ম শ্রেণির এই পরীক্ষা ৩ মার্চ থেকে শুরু হবে। প্রথম পরীক্ষাটি হলো ইংরেজি, যা সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত (৩ ঘন্টায়) অনুষ্ঠিত হবে। সাধারণ গণিত পরীক্ষা ৬ মার্চে, সামাজিক বিজ্ঞান ৯ মার্চে; এই উভয় পরীক্ষাই সকালের শিফটে। ১৩ মার্চ সকালের শিফটে সাধারণ বিজ্ঞানের পরীক্ষা হবে।
আসন্ন পরীক্ষার জন্য সেবা কর্তৃক ঘোষিত এই রুটিন নতুন শিক্ষানীতি (ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি) অনুযায়ী তৈরি করা হয়েছে। এ বছর ৪টি বিষয়ে ৪৫ নম্বরের ছোট প্রশ্ন থাকবে। গণিত, সামাজিক বিজ্ঞান, সাধারণ গণিত এবং ইংরেজিতে।
গত বছর আসামে মোট ৪,০৫,৫৮২ জন প্রার্থী হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষায় অংশ নিয়েছিল, যাদের মধ্যে ২,২৯,১৩১ পাস করে শতাংশের হিসাবে যাওয়া হলো ৫৬.৪৯ ।
Comments are closed.