Also read in

সুপার ডিভিশনে ফের লো স্কোরিং ম্যাচ, ওয়েসিস কে হারিয়ে টানা চতুর্থ জয় ইন্ডিয়া ক্লাবের

সোমবারের পর মঙ্গলবারও শিলচর জেলা ক্রীড়া সংস্থার সুপার ডিভিশন ক্রিকেটে লো স্কোরিং ম্যাচ! আবারও একশোর গণ্ডি টপকাতে ব্যর্থ উপত্যকার সেরা লিগের দল। গতকাল ইটখোলা এসির মতো শক্তিশালী দল কেবল ৬০ রানে অলআউট হয়েছিল। সেই রান তাড়া করতে গিয়ে ত্রিবেনীর চলে গিয়েছিল ৭ উইকেট। আজ ক্লাব ওয়েসিস ইন্ডিয়া ক্লাবের বিরুদ্ধে গুটিয়ে গেল ৯৩ রানে। ১৯.৫ ওভারে। এরপর ছয় উইকেটে সহজেই ম্যাচটা জিতে নিল ইন্ডিয়া ক্লাব। এই হচ্ছে সুপার ডিভিশন!

এদিন সকালে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ক্লাব ওয়েসিস। গতকালও একই ভুল করেছিল ইটখোলা। আসলে সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামের উইকেট দলগুলির জন্য মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সকালের দিকে উইকেট কিছুটা ড্যাম্প থাকছে। কুয়াশায় উইকেট ভেজা থাকায় ব্যাটিং খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ভালো সুইং পাচ্ছেন পেসাররা। আবার দ্বিতীয় ইনিংস এর সময় বল ব্যাটে আসছে না। অস্বাভাবিক আচরণ করছে। এমন পরিস্থিতিতে টসে জিতে কি সিদ্ধান্ত নেবে, ভেবে পাচ্ছেনা দলগুলি।
প্রথম তিন ম্যাচের মত এদিনও ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারিনি ওয়েসিস। দলের পক্ষে সর্বাধিক ২৩ রান করেন তাপস দাস। এছাড়া অভয় দেব ১৯ ও সুরোজ কুমার যাদব ১৭ রান করেন। চার উইকেট শিকার করেন বাঁ হাতি স্পিনার অভয়কুমার যাদব (৪-৩০)। এছাড়া সৌরভ কুমার তিনটি ও দিবাকর জহরি দু উইকেট নেন।
জবাবে ১৫.১ ওভারে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইন্ডিয়া ক্লাব। মানস গগৈ ৩০ ও অনুভব দাস অপরাজিত থাকেন ৩০ রানে। এছাড়া রাজু দাস ১০ ও অমিত যাদব ১০ রান করেন। দুটি উইকেট নেন শইদুল বড়লস্কর। ম্যাচের সেরা নির্বাচিত হন অভয় কুমার যাদব। এ নিয়ে চার ম্যাচের সবকটাতেই হারল ক্লাব ওয়েসিস। ‌ অন্যদিকে লিগে অপরাজয় রইলো ইন্ডিয়া ক্লাব।

Comments are closed.