
শিলচর-কালাইন সড়কের জরাজীর্ণ অবস্থার বিরুদ্ধে স্থানীয়দের ব্যাপক বিক্ষোভ, অবরোধ
তারাপুরের রায়গড়ের স্থানীয়রা তারাপুর পাইওনিয়ার ক্লাব এবং অন্যান্য বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্মিলিতভাবে শিলচর-কালাইন সড়কের জরাজীর্ণ অবস্থার বিরুদ্ধে আজ ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। তাদের অভিযোগ, প্রশাসন ও সরকারের কাছে বারবার রাস্তা সারাইয়ের অনুরোধ করা হয়েছে। বিশেষ করে তারাপুর, শিববাড়ি থেকে মজুমদার বাজার পর্যন্ত রাস্তা মেরামতের বরং বর অনুরোধ শ্রদ্ধেয় কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন সাড়া দেননি। তাই আজ তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে।
এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পাইওনিয়ার ক্লাবের এক সদস্য বলেন, “আমরা আজ তারাপুর রায়গড়ে রাস্তা অবরোধ করেছি। আমরা অবিলম্বে শিলচর-কালাইন রাস্তা মেরামতের দাবি জানাচ্ছি। রাস্তার দুই পাশে ড্রেন ও ফুটপাথ নির্মাণের ব্যবস্থা করতে হবে।” ডাইকের মধ্য দিয়ে যাওয়া রাস্তার অংশটি বছরের পর বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে, অবিলম্বে মেরামত করা উচিত। আমাদের দাবি পূরণ না হলে আমরা ভবিষ্যতে আরও বড় আন্দোলনে যাব।”
রাস্তার বেহাল দশার কথা বলতে গিয়ে এক শিক্ষার্থী বলেন, আমাদের এলাকার শিক্ষার্থীদের সকালে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় এবং সন্ধ্যার মধ্যে ফিরতে হয় কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে প্রায় প্রতিদিনই ই-রিকশাগুলো শিববাড়ির কাছে যাত্রী বহন করতে গিয়ে উল্টে যায়। আমরা নিরাপদে বাড়ি ফিরব তার নিশ্চয়তা কী! এত গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক হওয়া সত্ত্বেও প্রশাসন একেবারেই নীরব।আমরা এই সমস্যার স্থায়ী সমাধান চাই।এই রাস্তাটি অবিলম্বে এমনভাবে মেরামত করা উচিত, যাতে এটি স্থায়ী হয়।”
পরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে লিখিতভাবে আশ্বাস দেন, ১৫ দিন পর সড়কের কাজ শুরু করবে বিভাগ। শিগগিরই সড়ক সংস্কার হবে, এমন আশ্বাস পেয়ে স্থানীয়রা অবরোধ তুলে নেন। সার্কেল অফিসার গৌরব দাস এই রাস্তা অবরোধে অবসানে স্থানীয়দের সাথে আলাপ-আলোচনা করেন।
Comments are closed.