বেঙ্গালুরুতে খুন কাছাড়ের যুবক নিবাশিস পাল
কাছাড়ের এক যুবককে বেঙ্গালুরুতে খুন করা হয়েছে বলে অভিযোগ- বৃহস্পতিবার কাটিগড়া পুলিশ জানিয়েছে।
নিবাশিস পাল মূলত কাটিগড়ার কাতিরাইল এলাকার বাসিন্দা। বেঙ্গালুরুর ইলেক্ট্রনিক টাউনের একটি বেসরকারি সংস্থার কর্মচারী ছিলেন তিনি।
কাটিগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিডিয়াকে বলেছেন যে, বেঙ্গালুরু পুলিশ বিভাগ একটি ইলেকট্রনিক মেইলের মাধ্যমে এই কথিত হত্যার কথা জানিয়েছে। তবে এই কথিত খুনের পেছনের কারণ এখনই জানা যায়নি। নিবাশিসের ক্রন্দনরত মা সংবাদ মাধ্যমকে জানান, মঙ্গলবার নিবাশিস উনার সঙ্গে শেষ বারের মত যোগাযোগ করেছিল। “তারপর থেকে আমরা নিবাশিসের সাথে যোগাযোগ করতে পারিনি”, বলেন নিবাশিসের মা।
নিবাশিসের মৃতদেহ বর্তমানে বেঙ্গালুরুর একটি হাসপাতালের মর্গে রয়েছে। তার শোকাহত পরিবার বেঙ্গালুরু চলে গেছেন বলে জানা গেছে।
Comments are closed.