চলে গেলেন প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ অরুণ পাল চৌধুরী ; কলকাতার টাটা হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি
বরাক উপত্যকার প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ অরুণ পাল চৌধুরী আর নেই।
আজ ভোর রাত ১.৪২ মিনিটে কলকাতার টাটা ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । ২০২২ সালের আগস্ট মাসে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হন তিনি এবং তারপর থেকে চিকিৎসাধীন ছিলেন।
ডাঃ অরুণ পাল চৌধুরী ধুবড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি বরাক উপত্যকায় রোগীদের চিকিৎসা অব্যাহত রেখে ছিলেন। ডিসেম্বর মাসে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিমানে করে কলকাতায় নিয়ে যাওয়া হয়।
“বরাক উপত্যকার বিরাট ক্ষতি। চমৎকার ব্যক্তিত্বের একজন চিকিৎসক। সহৃদয় ও সহায়ক। তাঁর মৃত্যুর খবর জেনে মর্মাহত। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল তাকে কখনই ভুলবে না। তাঁর আত্মা শান্তিতে থাকুক,” প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ বাবুল বেজবড়ুয়া।
শিলচর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ড. ভাস্কর গুপ্তও শোক প্রকাশ করেছেন। ডাঃ গুপ্তা জানান যে, ডাঃ অরুণ পাল চৌধুরী দুই ছেলে ও তার স্ত্রী সহ হাজার হাজার অনুরাগী এবং স্বাস্থ্যসেবা শত শত বন্ধু রেখে গেছেন।
Comments are closed.