লক্ষীপুরের তালেনগ্রামে বাইক দুর্ঘটনায় যুবকের ঘটনাস্থলেই মৃত্যু,আহত এক
লক্ষীপুর মহকুমার তালেনগ্রামে বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক যুবকের, দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার দুপুর দেড়টার নাগাদ দুর্ঘটনা ঘটে। রিয়াজুল রহমান চৌধুরী ও মজিবুর রহমান চৌধুরী নামের দুই যুবক তাদের বাইকে লক্ষীপুর যাওয়ার পথে তালেনগ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সাথে তাদের বাইকের ধাক্কা লাগান। প্রত্যক্ষদর্শীদের মতে বাইকটি খুব দ্রুত গতিতে চলছিল।
দুর্ঘটনায় অকুস্থলেই রিয়াজুল রহমান চৌধুরী (২১) নামে এক যুবকের মৃত্যু হয়। তার বাড়ি পূর্ব গোবিন্দপুর (দ্বিতীয় খন্ড) গ্রামে। তার পিতার নাম তম্বা রহমান চৌধুরী। পেশায় তিনি নাগাল্যান্ড রাজ্য পুলিশের একজন পুলিশ কর্মী ছিলেন। আহত যুবক মজিবুর রহমান চৌধুরী বাশকান্দির করাইকান্দি এলাকার ছৈদুর রহমান চৌধুরীর ছেলে। দুর্ঘটনার পর রিয়াজুল রহমান চৌধুরীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আহত যুবককে চিকিৎসার জন্য আলিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Comments are closed.