Also read in

হাইলাকান্দিতে চুরির চেষ্টা করায় যুবককে নির্মম প্রহার, পুলিশকে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন ডিজিপি

আসামে আবার নীতি পুলিশের আরও একটি জঘন্য ঘটনা আজ প্রকাশ্যে এল। চুরির চেষ্টা করায় এক যুবককে বেধড়ক মারধর সহ জঘন্যভাবে নির্মমতা করা হয়েছে।

হাইলাকান্দি জেলার কাটলিছড়া এলাকার কৃষ্ণপুর বাজারে নজমুল হক লস্করের বাড়িতে এই দুঃখজনক ঘটনাটি ঘটে।

চুরি করতে গিয়ে যুবককে হাতেনাতে ধরে ফেলে নজমুল হক লস্কর। তাকে পুলিশের কাছে হস্তান্তর করার পরিবর্তে, লস্কর আইন নিজের হাতে তুলে নেয় এবং অভিযুক্ত যুবককে নির্দয়ভাবে পিটিয়ে একটি গাছের সাথে বেঁধে তার চুল কেটে দেয়। সে এই যুবকটির উপর প্রস্রাব ও করে এবং পুরো ভিডিওটি তার মোবাইল ফোনে রেকর্ড করে যা ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওটি হাইলাকান্দি তথা সমগ্র রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ইতিমধ্যেই এই নৃশংস ঘটনার নিন্দা জানিয়েছে জেলার একাধিক সংগঠন। নৈতিক পুলিশিং করায় লস্করকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।

এদিকে আসামের ডিজিপি জিপি সিং ঘটনাটি নিয়ে হাইলাকান্দি পুলিশকে অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছেন। ডিজিপি ফেসবুক এবং টুইটারে লিখেছেন, “হাইলাকান্দি থেকে একজন ব্যক্তির নির্যাতনের ভাইরাল ভিডিওর রেফারেন্স – এসপি এবং হাইলাকান্দি পুলিশকে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

Comments are closed.