Also read in

উত্তেজনাপূর্ণ ম্যাচ জিতে বিপিএলের সেমিফাইনালে বরাক বুলেটিন স্ট্রাইকার্স, দুরন্ত জয় পেল আশরিন ব্লসম

বরাক প্রিমিয়ার লিগ সিজন সিক্সের তৃতীয় দিনের দুটো ম্যাচই ছিল লো স্কোরিং। তবে লো স্কোরিং হলেও দুটো ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ছিল টানটান উত্তেজনা। এদিন উত্তেজনাপূর্ণ লড়াই জিতে সেমিফাইনালের টিকিট আদায় করে নেয় বরাক বুলেটিন স্ট্রাইকার্স। তারা তিন রানে হারায় দুধ পাতিল ড্রাগনস কে।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বরাক বুলেটিনের অধিনায়ক সমীক দাস। তবে তাদের শুরুটা আশা অনুরূপ হয়নি। ডানহাতি ওপেনার অমন সিং (৭) শুরুতেই ফিরে যান। এরপর দলের হাল ধরেন অধিনায়ক সমিক ও শুভম সরকার। এই জুটিতে বরাক বুলেটিন লড়াইয়ে ফিরলেও রান রেটের দিক থেকে পিছিয়ে ছিল। ভালো বোলিং করছিলেন দুধ পাতিল এর স্লো বোলাররা। ব্যাটসম্যানদের তেমন রুম দিচ্ছিলেন না। অবশেষে বড় শট হাকাতে গিয়ে ফিরেন সমীক (২৮)। রান আউট হয় ফিরে যান শুভম সরকার (৩৬)।

সেট ব্যাটসম্যান শুভম ফিরে যেতে কিছুটা চাপে পড়ে যায় স্ট্রাইকার্স। এরপর দলের অন্যতম তারকা ব্যাটসম্যান পারভেজ আজিজও রান আউট হয়ে ফিরে যান। এতে চাপ আরো দ্বিগুণ হয়ে যায়। ‌ এমন পরিস্থিতিতে শেষ দুওভারে দারুন একটা কেমিও খেলে দেন অর্ণব নন্দী। তিনি অপরাজিত থাকেন ১৬ বলে ২৯ রান নিয়ে। তাকে ভালো সঙ্গ দেন রাজকুমার পাল (৭ বলে অপরাজিত ১২)। এই দুজনের দুরন্ত ব্যাটিংয়ে ছয় উইকেটে ১৩১ রানের লড়াকু একটা স্কোর খাড়া করে নেয় বরাক বুলেটিন। দুটি করে উইকেট নেন তুষার সাহা ও সাগর ছেত্রী।

কিছুটা স্লো উইকেটে এই রান তাড়া করা দুধ পাতিলের জন্য সহজ ছিল না। তবে তারা কোন সময়ই লড়াই থেকে হারিয়ে যায়নি। একটা সময় তো জয়ের ব্যাপারে ফেভারিট ছিল দুধ পাতিল। আসলে সাদামাটা একটা স্কোর ডিফেন্ড করতে নেমে ফিল্ডিংটা মোটেও ভালো করতে পারছিলো না স্ট্রাইকার্স। উল্টো দিকে দুধ পাতিল এর রানিং বিটুইন দা উইকেট ছিল দেখার মত। তবে বা হাতি স্পিনার রাজকুমার পাল বোলিংয়ে আসতেই ম্যাচের রং বদলাতে শুরু করে।

দুধ পাতিলের একাধিক ব্যাটসম্যান শুরুটা ভালো করেও বড় স্কোর করতে ব্যর্থ হন। অমন ছেত্রী ৩২, তুষার সাহা ২৪ ও সাদিক ইমরান ১১ রান করেন। দারুন বোলিং করেন রাজকুমার পাল। ‌ তার বোলিং বিশ্লেষণ ছিল ৪-১-১৩-৩। চাপের মধ্যে ভালো বোলিং করেন শুভজিৎ পাল। তিনি দু ওভারে শুধু আট রান দেন। শুভম সরকার পান দুটি উইকেট। ভালো লড়াই করলেও দুধ পাতিল আট উইকেট ১২৮ রানে আটকে যায়। শেষ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল ১৭। ‌ তবে বাহাতি স্পিনার দীপক বরগোহাইয়ের ওভারে ১৪ রান করতে সক্ষম হয় দুধ পাতিল।

এর আগে দিনের প্রথম ম্যাচে ১১৩ রানের স্কোর ডিফেন্ড করে নেয় আশরিন ব্লসম কাটিগড়া। তারা ছয় রানে হারিয়ে দেয় শিলচর লায়ন্স কে। এদিন কাটিগড়ার দলটির হয় সর্বাধিক ৪০ রান করেন দিপু ছেত্রী। এছাড়া সৌম্যদীপ দাস করেন ২৬। তিন উইকেট শিকার করেন ডান হাতি পেসার নিহার পাল (৩-২১)। চার উইকেট নেন জুয়েল বড়লস্কর (৪-১২)। রানতারা করতে নেমে ৯ উইকেটে ১০৭ রানে আটকে যায় শিলচর লায়ন্স। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল আট রান। কিন্তু শম্ভু রায়ের দুরন্ত বোলিংয়ে হার মানতে বাধ্য হয় শিলচর লায়ন্স।

Comments are closed.