ন্যাশনাল ক্রিকেট একাডেমির অনূর্ধ্ব ১৯ ক্যাম্পে ডাক পেলেন করিমগঞ্জের সৌরভ
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পরিচালিত ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এন সি এ) অনূর্ধ্ব ১৯ ছেলেদের ক্যাম্পে ডাক পেলেন করিমগঞ্জের সৌরভ দে। আগামী ২৪ এপ্রিল থেকে ১৮ মে পন্ডিচেরিতে বসবে এন সি এ-র এই জুনিয়র সিলেকশন কেম্প। সৌরভ ছাড়াও অসমের আরো এক ক্রিকেটার এই ক্যাম্পে ডাক পেয়েছেন। তিনি হলেন রাজেশ প্রসাদ। ক্যাম্পে যোগ দেওয়ার জন্য দুজনকেই ২৩ এপ্রিলের মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে।
করিমগঞ্জের প্রথম ক্রিকেটার হিসেবে এনসিএ তে ডাক পেলেন সৌরভ। এই মুহূর্তে তিনি ক্লাব কাপের ফাইনাল রাউন্ডে খেলার প্রস্তুতি নিচ্ছেন। ক্লাব কাপে তিনি খেলছেন করিমগঞ্জের এন এস এস এ দলে। চলতি মরশুমে ভাল ফর্মে রয়েছেন ডানহাতি অলরাউন্ডার সৌরভ। এর আগে আন্তজেলা প্রতিযোগিতাতেও ভালো পারফর্ম করেছিলেন তিনি। এনসিএতে সৌরভ ডাক পাওয়ায় করিমগঞ্জের ক্রীড়াঙ্গনে খুশির হাওয়া বইছে।
Comments are closed.