নিপা ভাইরাসে শিশুমৃত্যুর গুজবে গুজবে ছয়লাফ বরাক : কোন মৃত্যুর খবর নেই নিপা ভাইরাসে - জানালো প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ
গতকাল সমস্ত দিন ধরে সামাজিক মাধ্যমগুলোতে বদরপুর ঘাটের জনৈক নির্মল চক্রবর্তীর ৭ বছরের ছেলের নিপা ভাইরাসে মৃত্যুর খবর ভাইরাল হয়ে সমস্ত বরাকে ছড়িয়ে পড়ে। আমাদের প্রতিনিধি এই ব্যাপারটি নিয়ে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কর্তা ব্যক্তিদের সাথে আলাপ করে নিশ্চিত হন যে এই ধরনের কোন ঘটনা আদৌ ঘটেনি – এটা নেহাতই গুজব।
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেনডেন্ট আমাদেরকে জানিয়েছেন যে, রাজ্যের সবগুলো হাসপাতালেই নিপা ভাইরাসের লক্ষণ থাকা রোগীদের আলাদা করে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। শিলচরের হাসপাতালগুলোতেও এই ব্যবস্থা যথারীতি বহাল আছে। এ পর্যন্ত কোনো রোগীর দেহে এই নিপা ভাইরাসের সন্ধান পাওয়া যায়নি । শিশু বিভাগীয় প্রধান ড: নীরেন্দ্রনাথ পাঠক জানিয়েছেন যে, নিপা ভাইরাসে মৃত্যু হয়েছে বলে অনেকে গুজব ছড়ালেও আসল তথ্যের ধারে কাছেও কেউ যাননা। সোমবার ও মঙ্গলবার মিলে মোট তিনটি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে শিলচর মেডিক্যাল কলেজ হাাপাতালে। এদের মধ্যে একজন শিশুকে মৃত অবস্থায় ই মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বাকি দুজনের মধ্যে একজন হাম অন্যজন শ্বাসজনিত রোগ মারা গেছে । এই দুটি শিশুর বয়স ছিল নয় মাস এবং দশ মাস। তিনটি শিশুর মধ্যে কারোর শরীরে নিপা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তাই সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণই থাকতে পারে না।
জেলাশাসক ড: এস লক্ষ্মনন জানিয়েছেন যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য একদল লোক এসব করছে, তবে আমরা সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে যথেষ্টই সচেতন রয়েছি। নিপা ভাইরাসে শিশুর মৃত্যুর যে গুজব রটেছে মঙ্গলবার তার কোনো প্রমাণ নেই। রাজ্যের কোন জেলায় এই সংক্রমণেরও কোন খবর নেই। বাইরে থেকে যারা আসছেন তাদের স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রাজ্য স্বাস্থ্য বিভাগের ডাইরেক্টর মল্লিক মেধি জানিয়েছেন যে, নিপা ভাইরাসের মত সমস্যা নিয়ে স্বাস্থ্য বিভাগ যথেষ্ট সচেতন রয়েছে। তবে কিছু লোক গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করতে চাইছেন। নিপা ভাইরাস বাতাসের সঙ্গে ছড়ায় না, তাই এটি আটকানো সহজ-সাধারণ খাবারের অভ্যাস কে সুরক্ষিত রাখতে পারলেই আমরা ভাইরাস কে প্রতিহত করতে পারব।
তাই গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না
Comments are closed.