Also read in

প্রেমের ফাঁদ পাতা ভুবনে: সীমানা পেরিয়ে করিমগঞ্জের প্রেমিক বাংলাদেশ থেকে বান্ধবীকে নিয়ে ভারতে, তবে শেষ রক্ষা হলো না

কাছাড় জেলার কাটিগড়ার রাজেশ্বরপুর থেকে করিমগঞ্জের এক প্রেমিককে তার বাংলাদেশি সঙ্গিনী সহ গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ থেকে তার বান্ধবীর সাথে পালিয়ে রাজেশ্বরপুরে আসার পর এই কপোত- কপোতি জনতার হাতে ধরা পড়ে।

ভালোবাসা যে সীমান্তের বাধা বোঝে না তা বাস্তবে আবারও প্রমাণিত হলো। ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার এক যুবক কাজের সন্ধানে নদীতে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে পৌঁছে। সেখানে সে এক বাংলাদেশি মেয়ের প্রেমে পড়ে এবং তাকে নিয়ে ভারতে পালিয়ে আসে। তবে , প্রেম বেশিদিন স্থায়ী হলো না। অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেই চরম বিপাকে পড়েন প্রেমিক যুগল। স্থানীয় লোকজন ওই দম্পতিকে আটক করে পুলিশের কাছে সমঝে দেয়।

জানা গেছে, করিমগঞ্জ জেলার তেলিখালেরপাড় গ্রামের যুবক দীপঙ্কর নমশূদ্র চার মাস আগে কাজের সন্ধানে সাঁতার কেটে কুশিয়ারা নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। দীপঙ্কর বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জে রাজমিস্ত্রির কাজ করতে শুরু করে। ইতিমধ্যে অপর্ণা নামে এক বাংলাদেশি তরুণীর প্রেমে পড়ে দীপঙ্কর। শনিবার ঐ তরুণীকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসে সে। তারা বাংলাদেশ থেকে আসাম-মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। রাজ্যেশ্বরপুর গ্রামে প্রবেশ করে পায়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। প্রেমিকদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল তথ্য। গুমড়া পুলিশ আউট পোস্টে খবর পৌঁছায়, পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয়রা প্রেমিকাকে পুলিশের কাছে সোপর্দ করে।

প্রেমিক যুগল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। দীপঙ্কর জানায়, বাংলাদেশ থেকে আসা তরুণীর সঙ্গে পালাতে ঐ দেশের কিছু লোক তাকে সাহায্য করেছিল। একজন ভারতীয় যুবক কীভাবে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে এবং সে দেশের একজন তরুণীকে নিয়ে পালিয়ে আবার দেশে প্রবেশ করতে পারে তা সীমান্ত নিরাপত্তা বাহিনীর সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন। সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে দুই দুইবার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দীপঙ্কর। সীমান্তে এত নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও বিদেশে প্রবেশ করে আবারও অন্য দেশের এক তরুণীর সঙ্গে দেশে ফেরার ঘটনা সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এ ঘটনা প্রমাণ করে যে, যতই কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হোক না কেন এবং সীমান্তে কাঁটাতারের বেড়া লাগানো থাকুক না কেন, অবৈধভাবে দেশটি অতিক্রম করা খুবই সহজ।

Comments are closed.