Also read in

নিখোঁজ হওয়ার দুদিন পর বরাক নদী থেকে শিলচর শ্যামানন্দ লেনের যুবকের লাশ উদ্ধার

আজ সকালে বরাক নদীর শিলচর, সদরঘাট এলাকায় রহস্যজনকভাবে এক যুবকের লাশ পাওয়া গেছে। মৃতের নাম রিতম পাল, শিলচরের কনকপুর শ্যামানন্দ লেনের বাসিন্দা। রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন রিতম পাল। রবিবার রাতে রাঙ্গিরখাড়ি থানায় এফআইআর দায়ের করেছিল মৃতের পরিবার। দুদিন পর বরাক নদীর সদরঘাট এলাকায় নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মৃতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেহ শনাক্ত করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়ি মামলার তদন্ত শুরু করেছে।

সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রিতম পলের বাবা বলেন, “গত রবিবার সে বাড়িতে এসে তার স্কুটি পার্ক করে তার মাকে বলেছিলেন যে, সে কিছু সময়ের জন্য বাইরে যাচ্ছে। কিন্তু রাত ৮ টায় বাইরে গিয়ে এরপর থেকে সম্পূর্ণ নিখোঁজ হয়ে যয়। আমরা পরে থানায় প্রাথমিক এজাহার (এফআইআর) দায়ের করি । আমরা বরাক নদীতে একটি অজ্ঞাত লাশ ভাসার খবর পাই আজ এবং সে অনুযায়ী আমরা তাকে রিতম বলে শনাক্ত করেছি।”

Comments are closed.