সিদ্ধান্তে হতবাক : বাঁশকান্দি দারুল উলুম মাদ্রাসায় ভর্তির জন্য চাই লিগ্যাসি ডাটা, নয়া ফরমান কর্তৃপক্ষের।
নাগরিক পঞ্জির কাজ এখনো শেষ হয়নি কিন্তু এরই মধ্যে মাদ্রাসার ছাত্র ভর্তিতে লিগ্যাসি ডাটা কে বাধ্যতামূলক করতে চলেছে কাছাড়ের বাঁশ কান্দির দারুল উলুম মাদ্রাসা । এই খবর সমগ্র রাজ্যে এক হইচই ফেলে দিয়েছে । নাগরিক পঞ্জি নবায়ন, এরপর সেটাকে কিভাবে কাজে লাগানো হবে সেই কর্মপন্থা এখনো ঠিকই হয়নি কারণ নাগরিক পঞ্জি প্রক্রিয়া শেষ হয়নি, কিছুই চূড়ান্ত হয়নি তার আগেই নাগরিক পঞ্জি গ্রহণের ইঙ্গিত দিয়ে ছাত্র ভর্তিতে লিগ্যাসি ডাটা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন বাঁশকান্দির দারুল মাদ্রাসা কর্তৃপক্ষ। অথচ নাগরিক পঞ্জির প্রক্রিয়া নিয়ে আপত্তি রয়েছে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সংগঠনের। বিভিন্ন ধর্মীয় সংগঠন আদালতে ও আইনি লড়াই লড়ছে। ধর্মীয় সংখ্যালঘু সংগঠনগুলির মূল অভিযোগ বৈধ ভারতীয় মুসলমানদের বিদেশি সাজানোর চক্রান্ত চলছে। এই পরিস্থিতিতে এমন ধরনের আদেশে সকলেই হতবাক।
চলতি বছরের ছাত্র ভর্তিতে ১৯৭১ সালের আগের লিগ্যাসি ডাটা সহ অন্যান্য নথিপত্র জমা দেওয়ার শর্ত আরোপ করা হয়েছে । ১২১ বছরের পুরনো এই মাদ্রাসায় এ বছর থেকে নাম ভর্তির জন্য শিক্ষার্থীদের আবেদনপত্রের সঙ্গে সংলগ্ন করতে হবে এই নথি। ইচ্ছুক নবাগত ছাত্রকে এনআরসি’ তে নাম অন্তর্ভুক্তির মতই স্কুলের নাম অন্তর্ভুক্তির জন্য আবেদনপত্রের সঙ্গে হাজার ১৯৭১ বা তার আগের লিগ্যাসি ডাটা সহ অন্যান্য নথিপত্র জমা দিতে হবে। এছাড়া আবেদনকারীদের স্থায়ী ঠিকানার ও প্রমাণপত্র দিতে হবে। ১৮ বছর বয়স হলে তাকে দিতে হবে ভোটার আই কার্ড।
মাদ্রাসা গুলোকে মৌলবাদী জিহাদী ঘাটি ইত্যাদি সন্দেহ করা হয়ে থাকে – এই পরিবেশ পাল্টাতেই এই ধরনের কঠোর আদেশ জারি করা হয়েছে। নাম ভর্তির জন্য ইচ্ছুক ছাত্রদের আগামী ২৩ থেকে ২৫ জুনের মধ্যে মাদ্রাসা থেকে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে হবে। ২৭ এবং ২৮ জুন নাম ভর্তির পরীক্ষা হবে, ফলাফল ঘোষণা হবে ৩০ জুন।
Comments are closed.