Also read in

শিলচর ডিএসএ তে দ্বিতীয় চিঠি দিল ২৮ নং পল্লী, বহিরাগত অজয় রায়ের নাম ছাটাই করার দাবি

ক্লাবের সভাপতি কিশলয় পাল ও সচিব উত্তম দত্তের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনে শিলচর জেলা ক্রীড়া সংস্থায় দ্বিতীয় চিঠি দিল ২৮ নং নিউ পল্লী ক্লাব। এর মধ্যে রয়েছে অর্থের বিনিময়ে ক্লাবের সদস্য পদ বিক্রি করার বিস্ফোরক অভিযোগও।

এর আগে গত ১০ জুন ক্লাবের সভাপতি ও সচিবের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে প্রথম চিঠি দিয়েছিলেন করিমগঞ্জ রোডের বাসিন্দারা। সেই চিঠিতে ২৮ নং পল্লীর পাড়ার লোকেরা দাবি করেছিলেন, ক্লাবের সভাপতি ও সচিব যে অজয় রায়ের নাম ডিএসএ তে পাঠিয়েছেন তিনি পাড়ার বাসিন্দা নন। ক্লাবের সদস্য ও নন। তাই তার নাম বাতিল করা হোক। এবার দ্বিতীয় চিঠিতে আরো বিস্ফোরক অভিযোগ এনেছেন করিমগঞ্জ রোডের বাসিন্দারা। সভাপতি ও সচিব অর্থের বিনিময়ে অজয় রায়ের কাছে ক্লাবের সদস্য পদ বিক্রি করেছেন। এমনটাই চিঠিতে উল্লেখ করা হয়েছে। এই চিঠিতে সই রয়েছে ২৮ নং পল্লীর সহকারী সচিব অভিজিৎ মজুমদারের।
এলাকাবাসীর অভিযোগ, অনেক বছর থেকেই ২৮ নং পল্লী ক্লাবে কোনো সভা সমিতি ডাকেননি সভাপতি কিশলয় পাল ও সচিব উত্তম দত্ত। ২০১৯ সালে শিলচর জেলা ক্রীড়া সংস্থার বি জি এমেও কোন মিটিং না করেই একজনের নাম পাঠানো হয়েছিল। যা নিয়ে বেশ ঝামেলাও হয়েছিল। মামলা গড়িয়েছিল থানা পর্যন্ত। তখন সভাপতি ও সচিব কথা দিয়েছিলেন, শীঘ্রই ক্লাবের সভা ডাকা হবে। কিন্তু আজ পর্যন্ত কোনো সভা ডাকা হয়নি।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২৮ নং পল্লী ক্লাবের সভাপতি ও সচিব নিজেদের স্বার্থে ক্লাবের টাকা খরচ করেছেন। এমনকি অর্থের বিনিময়ে অজয় রায়ের কাছে ক্লাবের সদস্যপদ বিক্রি করেছেন। এইসব অভিযোগ জানিয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থার হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। সেইসঙ্গে অজয়ের রায়ের নাম যাতে বাতিল করা হয় সেই দাবিও জানানো হয়েছে। ক্লাবের এক সূত্র জানান, দু-একদিনের মধ্যে পুরো ঘটনা নিয়ে শিলচরের সাংসদ এবং বিধায়কের কাছেও এ নিয়ে লিখিত অভিযোগ জানানো হবে।

Comments are closed.