Also read in

কাছাড় পুলিশের সাইবার সেল (cyber cell) এখন সক্রিয় : জনগণকে আপত্তি জনক পোষ্টের ব্যাপারে জানাতে অনুরোধ

 

গত কয়েক মাস থেকে জাল খবর, ঘৃণাত্মক বক্তব্য এবং গুজব ছড়িয়ে দেওয়ার জন্য সামাজিক মাধ্যম একটি বিশেষ ভূমিকা পালন করে চলেছে । এই ধরনের পোস্টগুলি যে কোনও সময়ে ভাইরাল হয়ে যায় এবং নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। কাছাড় জেলার ডেপুটি কমিশনার এস লক্ষ্মণণ কিছু দিন আগে আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে একটি সাইবার সেল গঠনের কথা উল্লেখ করেছিলেন, যা সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ পর্যবেক্ষণ করবে।

আজ, কাছাড় পুলিশ, তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ইমেল আইডি দিয়ে জনগণকে অনুরোধ করেছে যে তারা যেন আপত্তিজনক পোস্টগুলির স্ক্রিনশট নিয়ে ই – মেইল অ্যাড্রেস cybercellcachar@gmail.com এ পাঠায়।
কাছাড় পুলিশ কর্তৃক ফেসবুক পোস্টে লেখা হয়েছে “কাছাড়ের সকল জনসাধারণকে জানানো যাচ্ছে যে কেউ যদি কোন ধরনের আপত্তিকর বক্তব্য, পোস্ট, ভিডিও, মন্তব্য বা এই ধরনের কোনো কিছু যেকোন ধরনের সামাজিক মাধ্যমে পান, যেগুলো সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতে পারে, শিশু অপহরণকারীর নামে গণ আক্রোশ সৃষ্টি করে বা করতে পারে তবে তারা যেন ঐ পোষ্টের স্ক্রিনশট নিয়ে অথবা ইউআরএল আমাদের ইনবক্সে প্রেরণ করেন
ধন্যবাদ সহ কাছাড় পুলিশ টিম। ইমেইল-আইডি: cybercellcachar@gmail.com ”

এটি কারবি আংলংয়ের একটি দুঃখজনক ঘটনার পর করা হয়েছে যেখানে সোশ্যাল মিডিয়ায় একটি ভূয়ো খবর ভাইরাল হওয়ার পরে দুজন সংগীতশিল্পীকে ছেলেধরা হিসেবে খুন করা হয়েছিল।

এটি আসলে প্রশাসনের তরফ থেকে একটি বড় ধরনের পদক্ষেপ। আশা করা যাচ্ছে এই ভয়াবহ পোস্টগুলি ভবিষ্যতে আর বিপজ্জনকভাবে ছড়িয়ে গিয়ে মানুষের রাতের ঘুম কেড়ে নেবে না।

Comments are closed.