Also read in

জিরিবামে আসাম রাইফেলস-পুলিশ এর যৌথ অভিযানে হত ১ জঙ্গি, ধৃত ২

জঙ্গি বিরোধী অভিযানে বড় সাফল্য পেলো আসাম রাইফেলস ও জিরিবাম পুলিশ। রাত সাড়ে এগারোটা নাগাদ জিরিবাম থানার আহমেদাবাদ বস্তিতে সাঁড়াশি অভিযান চালালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউটিএলএ(পি) গোষ্ঠীর এক জঙ্গি গুলিতে নিহত হয়। আহত অবস্থায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। যদিও রাতের অন্ধকারে দলের অপর দুই জঙ্গি পালিয়ে যেতে সমর্থ হয়। ঘটনাস্থল থেকে পিস্তল, স্টেনগান ও গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে। জিরিবাম আসাম রাইফেল সূত্রে এ খবর জানা গেছে।
ঘটনার বিবরণীতে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে জিরিবাম পুলিশ ও আসাম রাইফেলস যৌথ অভিযান চালায় আহমেদাবাদ বস্তিতে। রাতের অন্ধকারে জঙ্গিদের সঙ্গে ব্যাপক গুলিবর্ষণ হয়। আর তখনই কুখ্যাত এক জঙ্গি মারা যায়। আহত অপর দুই জঙ্গিকেও পরে পাকড়াও করা হয়। এখানে উল্লেখ করা যেতে পারে, পাঁচ জনের একটি জঙ্গী দল ওই গ্রামে হানা দিয়েছিল। ওই দলের ওপর দুই জঙ্গিকে ধরা যায়নি।

আসাম রাইফেলস সূত্রে বলা হয়েছে, জিরিবাম এলাকায় এই জঙ্গি গোষ্ঠী দীর্ঘদিন থেকে খুন, লুঠপাট,ডাকাতি, চাঁদা সংগ্রহ করে আসছিল। তাছাড়া জিরিবামে রেলের নির্মাণ কাজে ও হাইওয়ে সড়ক নির্মাণ কাজে কর্মরত শ্রমিক ও ঠিকাদারদের অপহরণ করে মোটা অংকের টাকা আদায় করে আসছিল। পাশাপাশি স্থানীয় গ্রামবাসী ও ট্রাকচালকদের কাছ থেকে ভয় দেখিয়ে চাঁদা আদায়েও এই জঙ্গি-গোষ্ঠী জড়িত ছিল বলে জানা গেছে।

অপরদিকে রঞ্জন দাস নামে নিরপরাধ এক গ্রামবাসীর হত্যার পেছনেও এই জঙ্গিরা জড়িত বলে সূত্রে জানা যায়। ছোটবেকরা নামে এক জায়গায় তাকে হত্যা করা হয়। জানা যায়,২০১৭ সালে মুক্তাখাল এলাকায় হানা দিয়ে এক মহিলাসহ তিনজন গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে এই জঙ্গিগোষ্ঠী। এ সমস্ত একের পর এক ঘটনায় জিরিবাম ও আশেপাশের এলাকার জনমনে ত্রাসের সৃষ্টি হয়েছিল। এধরনের একের পর এক ঘটনায় চাপে ছিল জিরিবাম পুলিশ ও আসাম রাইফেলসের জওয়ানরাও। শেষ পর্যন্ত এদিন রাতে আচমকা অভিযান চালানো হয় জঙ্গিদের বিরুদ্ধে। এতে বড় সাফল্য পায় পুলিশ ও জওয়ানরা। দীর্ঘদিন পর জঙ্গিবিরোধী অভিযানে সফল হওয়ায় প্রশাসন খুশি। গ্রামবাসীওদের কিছুটা স্বস্তি মিলেছে।

Weapon recovered from the militant

বর্তমানে গোটা এলাকা জুড়ে চলছে তল্লাশি অভিযান চলছে। গ্রেফতার হওয়া দুই জঙ্গিকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন আসাম রাইফেলসের শীর্ষ আধিকারিকরা। মৃত ও গ্রেফতার হওয়া জঙ্গিদের নাম জানা যায়নি। জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হওয়ার পরই তা জানা যাবে বলে পুলিশ জানায়।

Comments are closed.

error: Content is protected !!