Also read in

কংগ্রেস আমলে বন্যাদুর্গতদের জল সরবরাহে ক্রয় করা কোটি কোটি টাকার ভেহিকলের হদিস নেই হাইলাকান্দিতে : তদন্তের দাবি বিধায়ক আনোয়ারের

বিগত কংগ্রেস সরকারের আমলে বন্যাদুর্গতদের মধ্যে জল সরবরাহের লক্ষ্যে ক্রয় করা কোটি কোটি টাকার ভেহিকলের হদিস নেই বলে চাঞ্চল্যকর অভিয়োগ তুলে তদন্তের দাবি জানালেন হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিধায়ক লস্কর অভিয়োগ করে বলেন, হাইলাকান্দি জেলার জন্য কয়েক কোটি টাকা ব্যয়ে ক্রয় করা দু’টি গাড়ির মধ্যে একটি অকেজো অবস্থায় কাটলিছড়ায় থাকলেও অন্যটির কোন হদিস নেই। তিনি বলেন, বন্যাক্রান্ত এলাকার বন্যাদুর্গতদের মধ্যে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য বিগত কংগ্রেস সরকারের আমলে কয়েক কোটি টাকা ব্যয়ে হাইলাকান্দি জেলার জন্য ক্রয় করা দু’টি ওয়াটার প্যাকেটিং গাড়ি কোথায়, কিভাবে আছে তা নিয়ে তদন্ত হওয়া দরকার।

তিনি আরও বলেন, যে উদ্দেশ্য নিয়ে কোটি কোটি টাকা ব্যয়ে গাড়ি ক্রয় করা হয়েছিল তা প্রহসনে পরিণত হয়েছে। আসলে গাড়ি ক্রয়ের নামেও কেলেঙ্কারি করা হয়েছে। হাইলাকান্দি জেলার জন্য ক্রয় করা দু’টি গাড়ির মধ্যে একটি কাটলিছড়ায় অকজো অবস্থায় পড়ে থাকলেও এক কোটি পঁচিশ লক্ষ টাকা মূল্যের অন্য একটি গাড়ির কোন হদিস নেই। কংগ্রেস আমলে রাজ্যে এ ধরনের কতটি গাড়ি ক্রয় করা হয়েছিল, এবং সে গুলো কোথায় আছে তা নিয়ে তদন্তক্রমে বিহিত পদক্ষেপ গ্রহনের জন্য বিধায়ক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হাইলাকান্দি জেলাকে বন্যা কবলিত এলাকা ঘোষণা, বন্যাদুর্গতদের সাহায্যার্থে প্যাকেজ ঘোষণারও দাবি জানান তিনি। তিনি আরও বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় হাইলাকান্দি জেলার ৩৩০ টি গ্রাম প্লাবিত হয়েছে। তন্মধ্যে লালা রাজস্ব চক্রের ৮৭ টি, হাইলাকান্দির ৬৪ টি, কাটলিছড়ার ১১০ টি ও আলগাপুরের ৬৯ টি গ্রাম রয়েছে। আর এই সব গ্রামের বিশাল সংখ্যক কৃষক জনগণের কৃষিক্ষেত, গবাদিপশু, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এহেন পরিস্থিতিতে জেলার বন্যাদুর্গতদেরকে সরকারি নিয়ম অনুয়ায়ী একমাসের জন্য সরকারি হারে আর্থিক সাহায্য প্রদানের জন্য তিনি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের দৃষ্টি আকর্ষণ করেন। প্রয়োজনে কেন্দ্র সরকারের কাছ থেকে বন্যাদুর্গতদের জন্য প্যাকেজ আনতেও তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান। হাইলাকান্দি সহ বরাকের বন্যা পরিস্থিতিতে ত্রান সামগ্রী প্রদান সহ মন্ত্রী পাঠিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। বিধায়ক আনোয়ার হোসেন বলেন, গত ১৪ জুন থেকে শুরু হওয়া হাইলাকান্দির বন্যার দিনগুলোতে তিনি সহ জেলার অন্য বিধায়করা দিন রাত এক করে বন্যাক্রান্ত এলাকা চষে বেড়ান এবং উদ্ধার অভিযান সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করেন। কিন্ত প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন বরাক সফরে এসে যে ভাবে এ আই ইউ ডি এফ দলের বিধায়কদের সম্পর্কে মন্তব্য করেছেন তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আনোয়ার হোসেন বলেন, রকিবুল নোংরা রাজনীতি করছেন। আসলে তিনি বন্যা পরিদর্শনে এসে শুধুই সেল্ফি তুলে গেছেন। বিধায়ক আনোয়ার হোসেন, বন্যায় হাইলাকান্দি জেলার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, সেতু, কালভার্ট, স্কুল ভবন, ইত্যাদি যুদ্ধকালীন ভিত্তিতে মেরামত করার জন্য তহবিল মঞ্জুর করতেও মুখ্যমন্ত্রী, পূর্ত মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। তাছাড়া দুর্যোগ মোকাবিলায় ডিজাস্টার ম্যানেজমেন্টের স্থায়ী কমিটিতে বিধায়কদের অন্তর্ভূক্ত করার দাবি জানান।

Comments are closed.