Also read in

নেশা যুক্ত দ্রব্য সেবন বিরোধী দিবস পালন এবং এই দিনেই পাথারকান্দি থেকে মাদকদ্রব্য উদ্ধার।

বরাক উপত্যকায় আজ আন্তর্জাতিক নেশা যুক্ত দ্রব্য সেবন এবং অবৈধ সরবরাহ বিরোধী দিবস পালিত হল। সমাজে মাদকের কুপ্রভাব এবং অবৈধভাবে চোরাকারবার প্রতিহত করতে শিলচর প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ক্লাব গৃহে মাদক বিরোধী দিবস পালন করা হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক শুভব্রত দত্ত “এই অঞ্চলে মাদকের মারাত্মক থাবা ও তার প্রতিকার কোন পথে” শীর্ষক এক আলোচনায় অংশগ্রহণ করেন। এই দিবস উপলক্ষে মাছিমপুরের বিএসএফ (কাছাড় মিজোরাম ফ্রন্টিয়ার) এর উদ্যোগে এক সাইকেল রেলি শিলচর শহর পরিক্রমা করে। এই উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য পেশ করে ইন্সপেক্টর জেনারেল এন এস জামওয়াল জানান যে মায়ানমার, লাওস এবং থাইল্যান্ড এই গোল্ডেন ট্রায়াঙ্গল দিয়েই উত্তর-পূর্বাঞ্চলে প্রচুর পরিমাণ চরস, গাঁজা, হেরোইন প্রভৃতি মাদক দব্য প্রবেশ করছে। ১৪-১৫ বছরের স্কুলছাত্র থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে এর প্রভাব পড়ছে। সামাজিকভাবে সমাজের সর্বস্তরের জনসাধারণ যাতে এই দিকে তীক্ষ্ণ দৃষ্টি প্রদান করে শিশু, যুবকদেরকে এর কুপ্রভাব থেকে রক্ষা করার চেষ্টা করেন এজন্য তিনি আবেদন রাখেন।

করিমগঞ্জ জেলায়ও আজ মাদকবিরোধী দিবস পালন করা হয়েছে। জেলার আবগারি বিভাগের উদ্যোগে আজ করিমগঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয় আয়োজিত এক সভায় যুবসমাজকে নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে রাখতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস এর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়েছে। জেলা উপায়ুক্ত প্রদীপ কুমার তালুকদার নেশা সামগ্রী ব্যবহারের ফলে যুব প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার হবে বলে আশঙ্কা প্রকাশ করেন। মাদক বিরোধী সভায় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এদিকে হাইলাকান্দি জেলায়ও আজ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এক সচেতনতা রেলি শহর পরিক্রমা করে, এরপর স্থানীয় শহীদ স্মারক স্থলে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত উপায়ুক্ত জগদীশ দাস, ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুরজিৎ চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।

এদিকে এই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে পাথারকান্দিতে একটি দোকান থেকে ৮০ হাজার টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

পুলিশ আজ সন্ধ্যায় অভিযান চালিয়ে করিমগঞ্জ জেলার পাথারকান্দির একটি প্রসাধনী দ্রব্যের দোকান থেকে ৮০ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করে।

পাথারকান্দি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ডি ঠাকুরিয়া জানিয়েছেন যে একটা গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাত ন’টা নাগাদ এই অভিযান চালানো হয় । এই অভিযানে একটা গোপন কক্ষে রাখা ট্যাবলেট এবং ড্রাগস উদ্ধার করা হয়েছে যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

১৭ বছর বয়সী জামিল উদ্দিনকে এই ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছে। জামিল উদ্দিন এর পিতার নাম একলাস উদ্দিন। জামিলের ভাই এস হক এই প্রসাধনী দোকানের মালিক।
ধৃত অপরাধী জামিলকে আগামীকাল করিমগঞ্জের আদালতে পেশ করা হবে বলে ঠাকুরিয়া জানিয়েছেন।

এখানে উল্লেখ্য যে আজ আন্তর্জাতিক নেশা দ্রব্য বিরোধী দিবস। এই দিবসে পুলিশের এই তৎপরতা প্রশংসার দাবি রাখে।

Comments are closed.