Also read in

আজকের শিরোনাম: অসমীয়া অস্তিত্ব সংকটে! গন সত্যাগ্রহ কাঁপলো গুয়াহাটি।। দেশে সততার পরিবেশ গড়ে উঠেছে ভর্তুকি ছাড়ছেন মানুষ : মোদি

সুপ্রভাত ! আজ শনিবার, ৩০শে জুন ২০১৮ খ্রিস্টাব্দ ; ১৫ই আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

গতকাল গুয়াহাটিতে আসু আহূত গন সত‍্যাগ্রহের খবরকে আজ মুখ্য শিরোনাম করেছে দৈনিক যুগশঙ্খ এবং সাময়িক প্রসঙ্গ।

দৈনিক যুগশঙ্খের লিড নিউজ :

বিল বাতিল করতেই হবে, গণ সত্যাগ্রহে হুঙ্কার আসুর – হাজার হাজার লোকের মিছিলে কাঁপলো গুয়াহাটি, জনসমুদ্র লতাশীল থেকে চাঁদমারি

দৈনিক সাময়িক প্রসঙ্গের মুখ্য শিরোনাম:

অসমীয়ার অস্তিত্ব সঙ্কটে! গণ- সত্যাগ্রহে কাঁপলো গুয়াহাটি – আন্দোলন কর্মসূচিতে যোগ দিল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন

সাথে বক্স করে আছে

অসমীয়া বিপন্ন! এই শঙ্কা পরিসংখ্যান যথার্থ বলছে না- ৯১-০১এ বাংলাভাষী বৃদ্ধির হার ৫.৮৭ হলেও পরের দশকে কমে গেছে ১.৩৭

দৈনিক প্রান্তজ্যোতি এবং নববার্তা প্রসঙ্গ সুইজারল্যান্ডের ব্যাঙ্কে ভারতীয়দের জমা টাকা বৃদ্ধির খবর কে লিড করে প্রায় একই শিরোনাম দিয়েছে:

সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমা টাকা বাড়লো ৫০% ।। এটা কি সাদা টাকা, মোদিকে নিশানা রাহুলের।

  • উত্তর-পূর্বাঞ্চল ভাষিক ও জনগোষ্ঠী সমন্বয় কমিটির নয়াদিল্লিতে প্রেসক্লাবে প্রদত্ত বক্তব্যকে ছবিসহ পেশ করেছে সাময়িক প্রসঙ্গ 
  • বিল পাস হলেও নাগরিকত্বের কোন গ্যারান্টি নেই, দিল্লিতে বলল নেলকো – দেশভাগের ফলে আসা নির্যাতিতদের হয়ে রাজধানীতে জোর সওয়াল

সাময়িকের আরও কয়েকটি খবর:

  • দেশে সততার পরিবেশ গড়ে উঠেছে, ভর্তুকি ছাড়ছেন মানুষ মোদি
  • সোমনাথ বিপন্মুক্ত নন, তবে ওষুধে সাড়া দিচ্ছেন, জানালো মেডিকেল বোর্ড
  • ডিটেনশন ক্যাম্পে বন্দিদের জন্য আইনি সাহায্য চাইলেন দেবব্রত
  • আলফা নেতা জিতেনের হুমকি, এস পি সকাশে পর্ষদ সুস্মিতা

দৈনিক যুগশঙ্খ গুরুত্বসহকারে অন্য দুটি খবরে জানাচ্ছে

  • সেনা নিয়ে কটু মন্তব্য, গুলাম নবি- সইফ উদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি মামলা
  • ফেসবুকে সর্বানন্দ ও আমিনুলকে হত্যার হুমকি, জেরা একরামুলকে

দৈনিক প্রান্তজ্যোতির দ্বিতীয় শিরোনাম:

নাগরিকত্ব বিল নিয়ে আসুকে চ্যালেঞ্জ রাজেন গোঁহাইর – ‘আসু এতদিন যা করে আসছে তার কোনোও গুরুত্ব নেই’

প্রান্তজ্যোতির আরো কয়েকটি খবর:

  • আমেরিকায় সংবাদপত্রের অফিসে বন্দুকবাজের হামলা, নিহত ৫
  • সাংসদ রাধেশ‍্যাম কংগ্রেসে ভিড়তে পারেন
  • সুর নরম মায়ানমারের, ৫ হাজার রোহিঙ্গা শরণার্থী ফেরত নিতে রাজি

তিনের পাতায় সাময়িকের দুটি খবর:

  • ৪ বছরে ৪১ বার বিদেশ সফর মোদির, খরচ ৩৫৫ কোটি
  • ত্রিপুরায় ছেলে ধরা গুজব অব্যাহত, গণপিটুনিতে হত ৪

বিশ্বকাপ ফুটবলে আজ থেকে প্রি কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে । এই নিয়ে প্রথম পাতায় সাময়িক প্রসঙ্গের প্রতিবেদন:

আজ আর্জেন্টিনার মুখোমুখি ফ্রান্স – ফরাসি দুর্গ দখলেও ভরসা মেসিয়া

প্রথম পাতায়ই যুগশঙ্খের শিরোনাম:

মেসি-ভরসায় ফরাসি দুর্গ দখলের ছক আর্জেন্টিনার

আজকের খেলা:

  • আর্জেন্টিনা বনাম ফ্রান্স রাত ৭-৩০ মিনিট
  • উরুগুয়ে বনাম পর্তুগাল রাত ১১-৩০ মিনিট

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম। দিনটি আপনার অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.