গৃহবধূকে বিধায়ক নিজামের ধর্ষণ! চাঞ্চল্য অভিযোগ ভিত্তিহীন, দাবি বিধায়কের
এক যুবতী গৃহবধূকে ধর্ষণের মামলায় ফাঁসলেন আলগাপুরের এ আই ইউ ডি এফ বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী । ভাটিরকুপা তৃতীয় খন্ডের উনিশ বছরের যুবতী গৃহবধূ হাইলাকান্দি সদর থানায় বিধায়ক নিজাম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করায় হাইলাকান্দি সহ রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাইলাকান্দির আরক্ষী অধিক্ষক মহনীষ মিশ্র, এডিশ্যনাল এস পি, সদর থানার পুলিশ, ইতিমধ্যে নির্যাতিতা মহিলাকে সাথে নিয়ে হাইলাকান্দি সার্কিট হাউসের সংশ্লিষ্ট কক্ষ সরেজমিনে তদন্ত করেছেন। হাইলাকান্দি পুলিশ বিধায়কের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধিরর ৩৭৬/৩৪২/৩৪ ধারায় ৫২৯/১৮ নম্বরে মামলা নথিভুক্ত করে জোরদার তদন্ত শুরু করেছেন।
Comments are closed.