Also read in

পৃথক বরাকের দাবি সমর্থন করেনা খিলঞ্জিয়া মঞ্চ: অনুপ চেতিয়া

পৃথক বরাকের দাবি নিয়ে এবার মুখ খুললেন আলফা নেতা। আলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া এক সংবাদ মেইলের মাধ্যমে জানিয়েছেন যে খিলঞ্জিয়া মঞ্চ পৃথক বরাকের দাবিকে সমর্থন করে না।’ বরাক অসমের অবিচ্ছেদ্য অংশ, বরাককে তাই আলাদা হতে দেওয়া হবে না।

এখানে উল্লেখ্য যে সম্প্রতি আকসা নেতা প্রদীপ দত্ত রায় পৃথক বরাকের সমর্থনে জোরালো দাবি পেশ করেছিলেন। তারপর থেকেই এই বিতর্ক আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। একসময় পরিতোষ পাল চৌধুরীর নেতৃত্বে বরাক উপত্যকাকে নিয়ে একটি আলাদা ইউনিয়ন টেরিটরি গঠনের দাবিতে ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটির আন্দোলন প্রচণ্ড দানা বেঁধে উঠেছিল। জনসমর্থন এবং রাজনৈতিক সমর্থনের অভাবে এই আন্দোলন ফলপ্রসূ হয়ে ওঠেনি। বর্তমানে নাগরিকত্ব বিল এবং এনআরসি ইস্যুতে বরাক উপত্যকা এবং উপত্যকার জনগণের মধ্যে বিরোধ প্রায় প্রকাশ্যে এসে পড়েছে। এ অবস্থায় পৃথক বরাকের দাবি আবার গণ আন্দোলনের রূপ নিতে পারে বলে অনেকে মনে করছেন।

সম্প্রতি জিতেন দত্ত যে মন্তব্য করেছিলেন এক হাজার যুবক নিয়ে বরাকে এসে নাগরিকত্ব বিলের বিরোধিতা করবেন এই প্রসঙ্গে অনুপ চেতিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন যে এটা খিলঞ্জিয়া মঞ্চের সিদ্ধান্ত নয়, এটা নিছকই উনার ব্যক্তিগত মন্তব্য।

Comments are closed.