Also read in

পাতিছড়া বাগানের ম্যানেজারের কাছে ১০ লক্ষ টাকা দাবি করা দুষ্কৃতী গ্রেফতারের পর পুলিশের জালে ধরা পড়ল আরো চার উগ্রপন্থী

গত সোমবার রাতে ধৃত উগ্রপন্থীর কাছ থেকে তথ্য নিয়ে গতকাল রাতে কাছাড় পুলিশ আরও চার উগ্রপন্থীকে গ্রেপ্তার করতে সক্ষম হলো।এই ঘটনায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হলো। কাছাড় পুলিশ এবং ৩৭ আসাম রাইফেলস এর যৌথ অভিযানে গতকাল রাত প্রায় তিনটার সময় কাছাড় জেলার জিরিঘাট এর রংমাইজান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রচুর গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা হল ডিমা হাসাও এর হাইসুইভ পামে(২৬), নাগাল্যান্ডের আগাউং জেমে (২৬), নাগাল্যান্ডেরই আজেউ পামে(৩৩), জিরিঘাটের ইজোহয়াংবে পামে (৫৩)।
উদ্ধারকৃত জিনিসগুলোর মধ্যে রয়েছে একটা ৫.৫৬ এইচ কে ৩৩ রাইফেল,দুটো ম্যাগজিন, ২৪৩ টা তাজা কার্তুজ, একটা চিনে তৈরি ৭.৬৫ পিস্তল, তিনটি কার্তুজ, একটা কলম্বিয়া ছুরি, এবং দুটো সিম সহ একটা স্মার্ট ফোন।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১৬ জুলাই কাছাড় পুলিশের এক বিশেষ টিম অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত প্রথম দোষী জেডইউএফ অর্থাৎ জেলিয়ানরঙ ইউনাইটেড ফ্রন্ট নামক উগ্রপন্থী সংগঠনের (কামসন গ্রুপের) সক্রিয় সদস্য নিজুলাকবে বি রিয়ামে নামের দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই ব্যক্তি সংগঠন এর অডিটর জেনারেল পদে নিযুক্ত ছিল।এই ব্যক্তি পাতিছড়া চা বাগানের ম্যানেজারের কাছ থেকে ১০ লক্ষ টাকা দাবি করেছিল। গত ১৫ জুন থেকে মোবাইল এবং হোয়াটস অ্যাপ এর মাধ্যমে লাগাতার এই দাবি জানিয়ে আসছিল। পুলিশ কর্তৃপক্ষ এক বিশেষ অভিযান চালিয়ে আইরংমারার কাছে একটি ঘর থেকে এই দুষ্কৃতীকে গ্রেফতার করে।

এদিকে আজকের এই চার উগ্রপন্থী সহ এ পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় এটিকে বড়সর সাফল্য বলে মনে করছেন অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ রেড্ডি। তিনি বলেন, পুলিশ এবং আসাম রাইফেলস এর যৌথ অভিযানে এই সাফল্য এসেছে। এটি জেলা তথা সংলগ্ন অঞ্চলের সুরক্ষার ক্ষেত্রে ভালো খবর।

Comments are closed.