Also read in

স্বর্ণকন্যা হিমা দাস অসম ক্রীড়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর: অসম কেবিনেটের গুচ্ছ সিদ্ধান্ত

আজ অনুষ্ঠিত কেবিনেট বৈঠকে ট্র্যাক এন্ড ফিল্ডে আন্তর্জাতিক আঙ্গিনায় সোনা জয়ী প্রথম ভারতীয় তথা অসমের স্বর্ণকন্যা হিমা দাসকে অসম ক্রীড়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অনুমোদন জানানো হয়েছে। কয়েকদিন আগে ঘোষণা করা এই সিদ্ধান্তের আজ আনুষ্ঠানিক অনুমোদন জানানো হল।

কেবিনেট বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল ওবিসি এবং এমওবিসি চাকুরি প্রার্থীদের বয়স ৪৩ থেকে বৃদ্ধি করে ৪৭ করা হয়েছে । আসামে প্রথমবারের মতো স্টার্টআপ প্রোগ্রাম শুরু করার সিদ্ধান্তও বৈঠক শেষে জানানো হয়। এই স্টার্টআপ প্রোগ্রামগুলো রূপায়নের জন্য প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে।

গুয়াহাটিতে অনুষ্ঠিত আজকের এই কেবিনেট বৈঠকে ‘প্রণাম’ প্রকল্পেও অনুমোদন জানানো হয়েছে । এই প্রকল্প অনুযায়ী যে সকল চাকুরিজীবি পিতা-মাতার দেখাশোনা করতে অনীহা প্রকাশ করবেন তাদের বেতন থেকে ১৫% কেটে নিয়ে এই টাকা তাদের পিতা মাতাকে দেওয়া হবে। সমগ্র ভারতে এটি এই ধরনের প্রথম প্রকল্প।

অন্য একটি সিদ্ধান্তে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের স্কেল অনুযায়ী এখন থেকে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজে কর্মরত শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে।

গতকাল নতুন দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে উচ্চস্তরীয় বৈঠকের পর আজ রাজ্য কেবিনেটেও জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় । বৈঠক শেষে চন্দ্রমোহন পাটোয়ারি জনসাধারণকে আতঙ্কিত না হতে আবেদন জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠকের পর মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন আজ রাজ্য কেবিনেট বৈঠক শেষেও একই ঘোষণা করে পাটোয়ারি জানান, যে সকল ভারতীয় নাগরিকের নাম জাতীয় নাগরিক পঞ্জীর চূড়ান্ত খসড়া তালিকা থেকে বাদ যাবে তারা নিজেদের নাগরিকত্ব প্রমাণের সম্পূর্ণ সুযোগ পাবেন। নাম না থাকলেও ডিটেনশন ক্যাম্পে তাদের পাঠানো হবে না।

Comments are closed.